This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০১৪

এইসব পোলারে লাইত্থাইয়া পুরুষত্ব নষ্ট করে দেয়া উচিত

আজ রাস্তায় এক পোলারে এক মাইয়ার
সামনে কানে ধইরা দাড়ায়া থাকতে দেখলাম, সাথে আকুতি মিনতি। এইসব পোলারে লাইত্থাইয়া পুরুষত্ব নষ্ট করে দেয়া উচিত। আর এইসব মাইয়ারে বন চটকানা মারা উচিত। নিজের বিএফ রে জোকার হিসেবে সবার সামনে উপস্থাপন করে X(

সোমবার, ২৮ জুলাই, ২০১৪

জুকারবার্গের কাছে খোলা চিঠি

জুকারবার্গের কাছে খোলা চিঠি।
অনেক গবেষণায় দেখলাম আপনার এই ফেসবুকে ইদানিং দূর্নীতি বেড়ে যাচ্ছে। অতিসত্ত্বর এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপনার "like" বাটনটির স্থান পরিবর্তন করতে হবে। বড় বড় পোস্টের ক্ষেত্রে "Continue
Reading" লেখায় ক্লিকের পর যেন লাইক বাটন দেখা যায় সে ব্যবস্থা করুন। পুরো স্ট্যাটাস লোডের পরই যেন লাইক বাটন দেখা যায়। পরবর্তীতে আমি আপনাকে আইডিয়া দিয়ে সাহায্য করবো। আপাতত ধন্যবাদ না দিয়ে ঈদের সালামী পাঠিয়ে দিন।

শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

জীবনে চলার পথে তোমাকে শিশির ভেজা পথ বেছে নিতে হবে

পিচঢালা পথে খালিপায়ে কিছুক্ষন হাটলে সারাদিন পায়ের নিচে বিরক্তিকর জ্বলুনি তৈরী হবে।

শিশির ভেজা পথে খালি পায়ে কিছুক্ষন হাটলে অদ্ভুত প্রশান্তি ভর করবে পুরো দেহে।

জীবনে চলার পথে তোমাকে পিচঢালা পথ আর শিশির ভেজা পথ বেছে নিতে হবে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

ছেলেদের চোখে একটি মেয়েকে খুব সহজেই ভালো লেগে যেতে পারে

ছেলেদের ক্ষেত্রে একটি মেয়েকে খুব সহজেই ভালো লেগে যেতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটি হয়না। তাদের চোখে খুব সহজেই একটি ছেলেকে ভালো লেগে যায়না। একটি মেয়েকে অনেকগুলো ছেলে পছন্দ করবে বিষয়টা খুব স্বাভাবিক আর এজন্য মেয়েদের আহামরী কোনো গুণ লাগেনা। কিন্তু একটি ছেলেকে যখন কিছু মেয়ে পছন্দ করে তখন বুঝতে হবে তারা এমনি এমনি করে না। নিশ্চয়ই তার মাঝে বিশেষ কিছু খুজে পায়। আর এই বিশেষ কিছু নিয়েই সেই ছেলেটি যদি আত্মতৃপ্তিতে ভোগে তবে সেটা দোষের কিছু না। এটাই হয়ত তার বিশেষত্ব।

বুধবার, ৯ জুলাই, ২০১৪

পুলককে নিয়ে হয়েছে জ্বালা

আমার এক দোস্তরে নিয়ে হইছে আমার জ্বালা। ও নিজে অংক ভুলে করে কিছুক্ষন পর আমাকে বলবে, "এই অংক এই জায়গায় ভুল কেন? খেয়াল করিস নি?"

আবার কোন সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে থাকার পর আমাকে বলবে, "এই তুই এত শয়তান কেন?" অথচ সে সময় আমি অন্যকাজে ব্যস্ত থাকি

সোমবার, ৭ জুলাই, ২০১৪

সুঁইয়ের মাথায় সুঁতা পরাতে গেলে জীবনেও সেলাই করা সম্ভব নয়

দেশের উপকারের জন্য যেখানে দেশপ্রেম ও নীতি দেখানো জরুরি সেসব ক্ষেত্রে আমরা সাদাকালো যুগের নির্বাক চলচ্চিত্র।

আর সেসব ক্ষেত্রে আমরা দেশপ্রেমিক হয়ে যাই, নীতিবান হয়ে যাই যে দেশপ্রেম দেশের ক্ষতি করে।

চামের উপ্রে দুইবারই আমরা দেশকে ধোকা দেই, একবার নীতিহীন থেকে আরেকবার নীতি দেখিয়ে।

সুঁইয়ের মাথায় সুঁতা পরাতে গেলে জীবনেও সেলাই করা সম্ভব না 

রবিবার, ৬ জুলাই, ২০১৪

আমাদের আসলে গল্পের অভাব নেই

দীপু নাম্বার টু এর কথা মনে আছে? যে এই সিনেমা টা দেখেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার অবশ্যই ভালো লেগেছে। এরকম কিশোর কাহিনী নির্ভর সিনেমা হলে সবাই গোগ্রাসে গিলবে।
দেশের অনেক গুনি লেখক লিখে গেছেন অসংখ্য উপন্যাস, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনী। সাধারন মানুষ এসবে বুদ হয়ে পড়ে থাকে, এগুলো কে সামান্য মোডিফাই করে সিনেমায় রুপান্তর করলে আমাদের সিনেমার চেহারাই পাল্টে যাবে। তখন আর অভিযোগ থাকবে না দূর্বল কিংবা নকল কাহিনী নিয়ে। স্বল্প বাজেটে তৈরী করা সম্ভব হবে দারুন দারুন কাহিনীর সিনেমা। আমাদের মাসালা ফিল্মের খোলস থেকে বেরিয়ে আসতে হবে।

মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

আগেই কইছিলাম পেপেতে ভরসা নাই

আগেই কইছিলাম পেপে টেপে তে ভরসা নাই। যদি কাঠাল কিংবা বেল রে নামাইতো তাইলে রেফারীর বাপের ক্ষমতা ছিলনা লাল কার্ড দেয়ার্। কাঠাল কিংবা বেলই রেফারীরে হলুদ কার্ড দিতো।
আর এই মূলা তো চিরকালই গোল দিয়া সাদা কইরা দিলো তাও পুলাপাইন কয় মূলাতে গ্যাস

বুধবার, ১১ জুন, ২০১৪

বিশ্বকাপ ফুটবলে পতাকার বিকল্প

আপনি একটা আকাশী রঙের কাপড়ে সাদা অক্ষরে  "আর্জেন্টিনা" লিখে বাড়ির ছাদে উড়াতে পারেন, আপনি একটা সবুজ রঙের  কাপড়ে হলুদ অক্ষরে "ব্রাজিল" লিখে বাড়ির ছাদে উড়াতে পারেন। চাইলে সাথে তাদের ফুটবল ফেডারেশনের লোগোও দিতে পারেন। হয়ে গেল আপনার সমর্থন দেখানো। কি দরকার বলার, "আমরা পতাকা উড়িয়ে কোন টিম কে সমর্থন দেই সেটা প্রমান করি"?
তার চেয়ে বরং এ আইডিয়াটা কাজে লাগান। আপনি যদি পর্তুগালের পতাকা উঠান তবে কেউ চিনবে না, ইতালি, জার্মানীও অনেকে চিনবে না। বরং সাদা কাপড়ে লিখে দিলে সবাই বুঝতে পারবে।

মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

ওই ইভেন্ট খোল

-পাশা ভাই,  ওমুক পোলা আমারে থ্রেট দিছে।
--কি?? এত্তবড় সাহস! পাশার ভাইরে থ্রেট দিছে? ওই ইভেন্ট খোল।

-পাশা ভাই, ওমুক পোলা আমারে পিটাইছে।
--কি?? ওই ইভেন্ট খোল।

-পাশা ভাই, আপনের বইন ওমুক পোলার লগে ভাইগা গেছে।
--কি?? ওই ইভেন্ট লাগাস না ক্যারে??

-পাশা ভাই, চাচায় এক মুটকির লগে আপনার বিয়া ঠিক করছে।
--কি?? ওই ইভেন্ট খোল তাত্তাড়ি।

-আইজ আমাগো পাশা ভাই বউয়ের জাতায় মইরা গেলো :'( :'(
--ওই ইভেন্ট না খুইলা কান্দস ক্যারে? তাড়াতাড়ি ইভেন্ট খোল না ভাই :'(

সোমবার, ২৬ মে, ২০১৪

আমাদেরও কি নেপাল আর পাকিস্তানের মত পরিণতি হবে?

"আমি শুধু চেয়েছি তোমায়" সুপার ডুপার হিট। আর একারনেই কিছু চামচা মিডিয়া যৌথ প্রযোজনার পক্ষে সাফাই গাইছে। তারা কি জানেনা পাকিস্তান আর নেপালের পরিণতি? আমাদের সিনেমা তো তাও টিকে আছে। ভারতীয় সিনেমার গ্রাসে পাকিস্তান আর নেপালের সিনেমা যে ধ্বংস হয়ে গেছে এটা কি তাদের চোখে বাধে না? নাকি দাদাদের জলসা তে আমন্ত্রনের প্রতিদান স্বরূপ তারা চায় আমরাও নাম লেখাই পাকিস্তান আর নেপালের কাতারে?

সোমবার, ১৯ মে, ২০১৪

তেলাপোকা তেলাপোকা তেলাপোকা


বল্টু ঝকমকা ড্রেস পইরা কলেজের
বারান্দা দিয়া ক্লাসে যাইতাছে।
পাশে একটা সুন্দরী মাইয়াও বল্টুর
ঝকমকা ড্রেস দেখতে দেখতে যাইতাছে।
বল্টু মাইয়ারে কয়,
-
তেলাপোকা তেলাপোকা তেলাপোকা……
মাইয়া বল্টুরে কয়,
-তুই তুই তুই………
আর তখনই
মাইয়া একটা তেলাপোকা পাড়ায়া দিছে চিল্লানি।
বল্টু: আগেই কইছিলাম তেলাপোকা।
[মোরাল অফ দ্যা স্টোরি:
মাইয়াগো কইলে এক, বুঝে আরেক]

শনিবার, ১৭ মে, ২০১৪

যে যেমন রেজাল্ট করেছে তাকে সেটার জন্যই শুভেচ্ছা জানানো উচিত


ভাই থামেন। প্লাস পাওয়া সবাই কিন্তু
প্রশ্ন পাইয়া প্লাস পায়নাই যে তাদের
নিয়ে ট্রল করবেন। আপনাদের
কথাবার্তা শুইনা মনে হয় আগের আমলেই সব
মেধাবী ছিল, এখন প্রশ্ন ছাড়া কেউ
প্লাস পাইতে পারে না। বরং মেধাবীর
সংখ্যা আগের থেকে বেড়েছে। একটু জটিল
টাইপের ক্রিয়েটিভ প্রশ্ন শিক্ষকরাও সলভ
করতে হিমশিম খায়। যারা স্ট্যাটাস
দিচ্ছেন তাদের আমলে কিন্তু এই
ক্রিয়েটিভ প্রশ্ন ছিল না যেইগুলা সলভ
করে কিছু মেধাবী ঠিকই প্লাস
পেয়েছে।
আবার যারা প্লাস পায়নাই তাদের
উদ্দেশ্যে বলছেন প্রশ্ন পেয়েও প্লাস
পাওনাই? ছি ছি ছি।
ওই যে আগেই কইছি সবাই কিন্তু প্রশ্ন পায়
নাই। অযথা এইসব বলে মনোবল
ভেঙ্গে দেয়ার কোনো মানেই হয় না।
যে যেই রেজাল্ট করেছে তাকে সেটার
জন্যই শুভেচ্ছা জানান।

শুক্রবার, ১৬ মে, ২০১৪

দীপিকা বুঝলে খবর আছে


কোকাকোলার এক
বিজ্ঞাপনে দেখলাম
দীপিকা বলছে, “এহ আমার
গর্দানে কি দেখছো? বোতলের
গর্দানে আসল দাম লেখা আছে না!”
দীপিকা কি বুঝাইতে চাইছে সেইটা আমি বুঝতে চাই
নাই, কিন্তু
আমি যা বুঝছি তা দীপিকা বুঝলে খবর
খারাপ আছে

বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

এবারের ফুটবল বিশ্বকাপে আমাদের পাকিস্তান কে সাপোর্ট করা উচিত

এবারের ফুটবল বিশ্বকাপে আমি অবশ্যই
পাকিস্তানের সাপোর্টার।
তারা সবসময় “আন”প্যারা”ডিক”টু”বল” তাই
আমি শুধুই পাকিস্তানের সাপোর্টার।
আগে গ্যালারী তে পাকিস্তানের
পতাকা নিয়ে গিয়েছি এবার হয়ত
সেটা পারবো না। এবার ১০১হাত
লম্বা পাকিস্তানের পতাকা বানাবো।
যারা ব্রাজিল
আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করছেন,
তাদের ঈমান নিয়ে আমার সন্দেহ হয়।
মুসলিম হিসেবে আমাদের পাকিস্তান
কেই সাপোর্ট করা উচিত

রবিবার, ১১ মে, ২০১৪

জিহাদী ভাইয়েরা আসলেই জিনিয়াস


এক খ্রীস্টান ফ্রেন্ডের বাসায়
গিয়েছিলাম। ও পুরো বাসায় একাই
থাকে। ওর বাসায় যে জিনিস টা আমার
নজরে আসছিল বারবার তা হল প্রচুর বই।
বিভিন্ন ধরণের ধর্মীয় বই ছিল।
আমাকে জানালো তার
কাছে ১০৪খানা আসমানী কিতাবের সবই
আছে। আমিও বিভিন্ন বই
নাড়াচাড়া করছিলাম। হঠাত কিছু
জিহাদী বইয়ের দিকে নজর যাওয়ায় একটু
অবাক হলাম।
জিজ্ঞেস করলাম এ বই সে কোথায়
পেয়েছে। শিবিরের কিছু
ছেলে নাকি তাকে বই গুলো দিয়েছে।
বই গুলো তে নাকি অন্যধর্মানুসারী দের
ধরো আর কতল করো এই টাইপ কথাবার্তা।
আমিও বইটার দু তিন
টা পাতা উল্টিয়ে দেখলাম। যা বুঝলাম
এদের কাছে জিহাদ আর জঙ্গীবাদের
পার্থক্য খুব কমই। তবে আর যাই হোক,
শিবির কে নি:সন্দেহে ব্রেইনওয়াশের
কারিগর বলা যায়। তারা এমন
ভাবে ব্রেইনওয়াশ করে ছেড়ে দেয়
যা সত্যিই কল্পনাতীত।
জিহাদী ভাইয়েরা আসলেই জিনিয়াস।

শুক্রবার, ৯ মে, ২০১৪

পুলিশ না অ্যাম্বুলেন্স ডাকবো? )


-দেখো দেখো একটা চোর
এসেছে।
আমার বানানো নুডলস খেয়ে যাচ্ছে
:কোনটা আগে ডাকবো? পুলিশ
না অ্যাম্বুলেন্স?

বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

সবাই খালি এয়ারটেল এয়ারটেল করে


ভার্চুয়াল জগতে কারো কাছ থেকেই ফোন নাম্বার চাওয়া লাগেনি কখনো। ঘনিষ্ঠতা হওয়ার পর প্রয়োজনে অথবা বন্ধুত্বের খাতিরে অনেকেই নাম্বার চেয়ে নিয়েছে। আসল কথা ফোন নাম্বার চাইতে আমার একটু লজ্জাই লাগে সম্ভবত তাই বন্ধুটিকেই দায়িত্ব নিয়ে চাইতে হয়।
তো আমার ফোন নাম্বার দেয়ার পর প্রায় সবার অভিব্যক্তিই একই রকম, “তুমি জিপি ব্যবহার করো!!? এয়ারটেল নাই?” একেবারে বাচ্চাকাল থেইকা জিপি ব্যবহার করি। হালারা আমারে যে কত্ত বাঁশ দিছে তার ঠিক নাই। তবুও জিপি ছাড়িনাই। আর পোলাপাইন
খালি কয় এয়ারটেল নাই? এয়ারটেল নাই? এয়ারটেলের ভিত্রে কি আছে সেইটা আইজ পর্যন্ত বুঝলাম না। আমি বাদে প্রায় সবাইই এয়ারটেল ব্যবহার করে। এয়ারটেল একটা আছিল তয় দাঁত দিয়া কামড়াইয়া ভাইঙ্গা ফালাইছি। আর ভাইঙ্গা ফালানোর পরই
পোলাপাইনের বয়ান, “এয়ারটেল নাই
মিয়া?”
আমার পেটে কেউ এয়ার
ভইরা দে আসমানে উইড়া যাই

অনন্ত জলিলের হার্ট

অনন্ত: এই দেখো তোমার জন্য আমি আমার
হার্ট পর্যন্ত বের করে ফেলেছি
বর্ষা: ফাইজলামি করো?? হার্টের
ভিত্রে তোমার
ছবি ঢুকলো কেম্নে সেইটা কও?
আগে ছবি বাইর করো হার্ট টাও
মাশাআল্লাহ তেলতেইলা। টান দিতেই
বাইর হইয়া গ্যাছে

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

তোমাদের চোখে ভন্ড পীরের ভন্ডামী ধরা পড়ে না (


তোমাদের চোখে ভন্ড পীরের
ভন্ডামী ধরা পড়ে না।
তারা নিজেকে “আল্লাহও”
দাবি করে বসে (নাউজুবিল্লাহ)
স্বপ্নযোগে পেয়েছি বলে ভন্ডামি করে।
নবী রাসুলদের নামেও কটুক্তি করে।
শুধুমাত্র ভন্ডপীর সেজে হাজার হাজার
মানুষ কে ধোকা দিচ্ছে। তোমাদের
চোখে এসব পড়বে না। কারন
তারা তোমাদের মৌন সম্মতিতেই
ভন্ডামী করে যায়।
তোমরা মানতে চাও না উগ্র নাস্তিকের
চেয়ে এরাই বেশি ভয়ংকর্।
আসলে তোমাদের টার্গেট দেশপ্রেমিক।
ভন্ড পীর কে কি বলবে?
তোমরা নিজেরাই ভন্ড

দুটি অনাকাঙ্খিত মূহুর্ত


দুটি অনাকাঙ্খিত মূহুর্ত।
মূহুর্ত ১
*আই লাভ ইউ
-আই লাভ ইউ টু
*আই লাভ ইউ থ্রি ফোর মোর
-আমি বেশি ভালোবাসি
*না না আমি বেশি ভালোবাসি
-আচ্ছা যাও তুমিই বেশি ভালোবাসো
*তুমি কম ভালোবাসো কেন? তুমি পঁচা।
যাও তোমার সাথে ঝগড়া।
কথা বলবানা।
এইডা কিছু হইলো? কুন দিকে যামু?
মূহুর্ত ২
-সরি ভাইয়া প্লিজ
কথা বলো
*ইটস ওকে আপু
-আপু বললা ক্যান? :@ কথা বলবানা আমার
সাথে
ফিলিং: এইডা কিছু হইল?

রবিবার, ৪ মে, ২০১৪

চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে কথাটা নিয়ে সবাই সীমাছাড়া ফাইজলামি করছে


“চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে” কথাটা নিয়ে মানুষ ফান করা আরম্ভ করেছে >_< ।
একটা কিছু হলেই আজগুবি স্ট্যাটাস
দিয়ে বসে "চলে যাচ্ছি নেটওয়ার্কের
বাইরে", কোথাও বেড়াতে গেলেও
স্ট্যাটাস দেয়,
"চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে"
ফাইজলামির একটা সীমা থাকা উচিত।
এই কথাটা লিখে স্ট্যাটাস
দেয়া মানে সাব্বির ভাইয়ের মৃত্যু
কে উপহাস করা। নূন্যতম কমনসেন্স থাকলেই
বোঝা যায় এই জাতীয় স্ট্যাটাস
কতটা ব্যাঙ্গাত্বক। যেন
"মাইরালা আমারে মাইরালা" টাইপের
একটা সরকারি ফানি উক্তি এটা তাই
সবাই এটা লিখে স্ট্যাটাস দিতে হবে।
কোন বোধ নিয়ে এই জাতীয় স্ট্যাটাস
দেয় সেটাই আমার মাথায় ঢোকে না

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

আগে কইলেই তো হয়


:শোয়েব আখতার রে চিনেন?
-না চিনিনা
:ওই যে সব চাইতে জোরে বল করতো
-চিনিনাই
:ওই যে পাকিস্তানের বেয়াদপ টা >_<
-এইবার চিনছি। আগে কইলেই তো হয়

এতটা ফুটবল প্রেম বিরক্তিকর


আমাদের দেশের অনেক মানুষ ফুটবল নিয়ে অনেক বেশি মাতামাতি করে। এই মাতামাতিটা হুজুগে মাতামাতি। ফুটবল বিশ্বকাপ আসলেই আমাদের বৈশ্বিক পতাকা প্রীতি বেড়ে যায়। পুরো একটা মাস নানান রঙের পতাকায় মোড়ানো থাকবে পুরো দেশ। এ থেকেও বোঝা যায় ক্রিকেট থেকেও
বিদেশী ফুটবল প্রীতিটা বেশি। নিজের দেশের পতাকা কয়দিনই বা উড়াই? পারি শুধু সবচেয়ে বড় মানব পতাকা বানাতে। পারিনা শুধু নিজের পতাকা কে ভালোবাসতে। রেডি আছি বাহারী পতাকার সমাহার দেখতে। এই মাত্রার ফুটবল প্রেম আসলেই বিরক্তিকর্। এইটা হুজুগে প্রেম

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

এইগুলা পরেই পরীক্ষা দিতে যাবো


পরীক্ষা শুরুর আগে এক
দোস্তরে জিগাইলাম, “দোস্ত
পরীক্ষার প্রিপারেশন কেমন?”
দোস্ত আমার কইলো, “এই তো নতুন শার্ট
প্যান্ট কিনছি, আগের গুলা তো আছেই। আর
নতুন পারফিউম কিনছি। এইগুলা পরেই
পরীক্ষা দিতে চলে যাবো”

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

ফেসবুকীয় হালচাল


ফেসবুকে মেয়েদের রোমান্টিক
স্ট্যাটাস বেশি দেখা যায় বৃষ্টি এলে।
ফেসবুকে ছেলেদের রোমান্টিক
(মাঝে মাঝে ১৮+ সংকেত) স্ট্যাটাস
বেশি দেখা যায় শীত পড়লে।
আর গরম পড়লে, সবাই লাজ শরম
ভুলে নিউজফীডের জ্বর লাগিয়ে দেয়। এই
সময়টা রোমান্টিক স্ট্যাটাসের জন্য
মোটেও উপযোগী নয়। যদি কেউ
ভুলে রোমান্টিক স্ট্যাটাস দিয়েই দেয়
তবে তার অবস্থা ছ্যাড়াব্যাড়া।
গরম কাল রোমান্সের অন্যতম অন্তরায়

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪

গরমে বুদ্ধি গেছে বেড়ে


-তুমি দেখছি পেকে গেছো!
*আগে গরমে আম কাঠাল পাকতো। এখন গরম বেশি তাই মানুষও পেকে যাচ্ছে।
-এতো বুদ্ধি রাখো কোথায়?
*তাপে পদার্থের প্রসারণ হয়। আমার মগজও এই গরমে প্রসারিত হয়ে বেড়ে গেছে।
উফ গরম
তুমি মোরে করেছো বুদ্ধিমান,
আর চাইনা বুদ্ধি
এবার করো প্রস্থান।
এত্ত গরম ক্যারে?

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

একদল মানুষের প্রতি ঘৃনা বেড়েই চলছে


একদল মানুষের প্রতি ঘৃনা বেড়েই চলেছে। আমি জানিনা এই ঘৃনা টা কতদূর পর্যন্ত যাবে। সবসময়ই মনে হয় এদের কে সর্বোচ্চ ঘৃনা করছি। কিন্তু প্রতিবারই আমি ভুল প্রমানিত হই। ঘৃনাটা বেড়েই চলে এদের প্রতিটা ঘৃনিত কাজে। জানি না আর কতবার ভুল প্রমানিত হব। এরা ধর্মের নাম
নিয়ে ধর্ষণ হালাল করে, এরা ধর্মের নাম নিয়ে মানুষ হত্যা হালাল করে। এরা ধর্মের নাম নিয়ে কিছু না বুঝেই বলে, “আল্লাহর গজব পড়েছে, ঠিক হয়েছে মারা গিয়ে। পাপের ফল। হাবিজাবি”।
এগুলো নমুনা। বিস্তারিত বিষয় টা আরো ভয়ংকর্। যারা সাধারণ ধার্মিক তারা ধর্ম পালন করে, ধর্মকে নোংড়া করার চেষ্টা করে না। তারা ধর্মকে ধর্মের বিধান অনুযায়ী পালন করে, হয়ত কিছু অপূর্ণতা থাকে। কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করে না। ধর্ম ব্যবসায়ীরা ধর্মের সাথে নিজেদের স্বার্থ মিশিয়ে প্রতিমূহুর্তে মানুষ কে ধোকা দিয়ে যাচ্ছে।
AUST এর ভাইদের মৃত্যু নিয়ে একদলের
নোংড়া মনোভাব দেখে সত্যিই এদের
প্রতি ঘৃনা বেড়ে যাচ্ছে। নিজেদের
ধার্মিক জাহির করার জন্য মৃত ব্যক্তিদের
পাপী/ঠিক হয়েছে/আল্লাহর গজব
ইত্যাদী বলে নিজেদের সংকীর্ণতার
পরিচয় দিচ্ছে।
আসলেই ঘৃনার সর্বোচ্চ চূড়ায় ওঠা যায়
না। এটা শুধু বাড়তেই থাকে।
ঘৃনা বাড়া মানেই খারাপ
লাগা বেড়ে যাওয়া।

আমার মেকআপ যেন ঠিক থাকে


মেয়েটিকে ভূতে ধরার পর ভূত
বলেছিল,
“আমি তো ঘাড় মটকাবো”
-মেয়েটির জবাব ছিল,
“মারবে মারো, ঘাড় মটকাবে মটকাও।
কিন্তু
পুরো মেকআপ যেন ঠিক থাকে আমার…
নাহলে মরার পর ভূত হয়ে তোমার ঘাড়
মটকাবো।”

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট


ইংল্যান্ড ২০০৯ এ টি২০ ওয়ার্ল্ড কাপের হোস্ট ছিল। তারা পরবর্তী টি২০ ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ২০১০ টি২০ ওয়ার্ল্ড
কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ২০১০ এ টি২০ ওয়ার্ল্ড কাপের হোস্ট ছিল। তারা পরবর্তী টি২০ ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ২০১২ টি২০ ওয়ার্ল্ড
কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
শ্রীলঙ্কা ২০১২ এ টি২০ ওয়ার্ল্ড কাপের হোস্ট ছিল। তারা পরবর্তী টি২০ ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ২০১৪ টি২০ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ ২০১৪
টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হোস্ট।
বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।
[লেখাটি ০৬/০৪/২০১৪ এর]

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

কষ্টের সীমা অতিক্রম করেছি

সাকিব বলেছিল খুব বেশি আশা না করতে। আমিও তাই খুব বেশি আশা করিনি। এত সুন্দর ক্যাপ্টেন্সী আশা করিনি, এত সুন্দর
ফিল্ডিং আশা করিনি, এত সুন্দর ব্যাটিং আশা করিনি। কথা রেখেছি সাকিব। টিমের জন্য মধ্যাঙ্গুলী বা বৃদ্ধাঙ্গুলী কেউ
দেবে না, কারন তোমরা জানো একটা চারের জন্য আমরা তোমাদের সাপোর্ট করে যাবো। একটা ছয়ের জন্য সাপোর্ট করে যাবো। শুধু মাঠে নামার জন্যও সাপোর্ট করে যাবো। কথা দিচ্ছি আর আশা করবো না। শুধু সাপোর্ট করে যাবো।
আজ বুঝলাম কষ্টেরও সর্বোচ্চ সীমা থাকে। আমি কষ্টের সর্বোচ্চ চূড়ায় আছি

সোমবার, ১৭ মার্চ, ২০১৪

হুদাই বচন -৬


১|
আব্দুর রেহমান এর আজকের বোলিং ফিগার ০-০-৮-০. কেউ আমারে ক্যালকুলেশন কইরা ওর ইকোনোমি রেট বাইর কইরা দিবার পারবেন ? জলিল চা তুমি কুতায়?
২|
আব্দুর রেহমান ক্রিকেটে লাল কার্ড পাইছে। খিকজ
৩|
বালিকারা বিজয় বিজয় করিয়া লাভ নাই। বিজয় ইন্টার মিডিয়েটে থাকাকালীনই পালিয়ে বিয়ে করেছে। তার একটা মেয়ে আছে। সো অন্য দিকে দেখাই ভালো
৪|
তুমি তো ফোন দিয়েই কান্না শুরু করলে।
জানোই তো প্রিয়জনের কান্না খুব কষ্ট দেয়। আমি কাদতে পারিনা। কষ্টগুলো বুকের মাঝেই দলা পেকে আছে। তুমি কাদো। আমার হয়ে নাহয় একটু বেশিই কাদো। আমরা জিতবো। পাকিস্তানের সাথেই জিতবো। সেদিন জিতেই কাদবো। তুমি আজ সারারাত কাদো

মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

হুদাই বচন -৫


১|
মেয়ে তুমি কার সাথে ঘুরোওও তার পকেট কি আমাআআর চেয়ে বড়
২|
একসাথে ২-৩টা রিয়েল বউ রাখা গেলে আমি কেন ৩-৪ টা রিয়েল গার্লফ্রেন্ড রাখতে পারবো না?
মাননীয় স্পিকার উত্তর দ্যান উত্তর দ্যান? :3 :3
৩|
সাকিব তো অজায়গায় হাত দিয়ে শাস্তি পাইছিল। এখন পুরো দল যে আফগানিস্তানের সামনে লেংটা হইলো এইটার কি শাস্তি? দ্যান বিচিবি জবাব দ্যান
৪|
*আই লাভ ইউ
-আই লাভ ইউ টু
*আই লাভ ইউ থ্রি ফোর মোর
-আমি বেশি ভালোবাসি
*না না আমি বেশি ভালোবাসি
-আচ্ছা যাও তুমিই বেশি ভালোবাসো
*তুমি কম ভালোবাসো কেন? তুমি পঁচা।
যাও তোমার সাথে ঝগড়া।
কথা বলবানা।
এইডা কিছু হইলো? কুন দিকে যামু?

রবিবার, ৯ মার্চ, ২০১৪

হুদাই বচন -৪


১|
আমার ব্রেকআপের জন্য গ্রামীণফোনের
কচ্ছপ গতির নেট স্পীডই দায়ী থাকবে।.গ্রামীণফোন রে গ্রাম ছাড়া করুম
২|
আপনি চরম লেভেলের ভাগ্যবান না হয়ে যদি মোটামুটি ভাগ্যবান হোন তবে মেয়েরা আপনার উপর ক্রাশ খাবে, ইশারা ইঙ্গিতে আপনার প্রতি তার দূর্বলতা, ভালোবাসা, অধিকার প্রকাশ করবে। বাকি কাজ টুকু আপনাকেই করে নিতে হবে।
৩|
লাইফে কত মেয়েই আমার ফোন নাম্বার নিলো, কিন্তু নিজের গার্লফ্রেন্ড এর কাছেই নাম্বার চাওয়া লাগছিল X( নাম্বার চাইয়াও সেভ করিনাই। :v
এখন সে ফোন দিলেই প্রত্যেকবার জিগাইয়া লই কে বলছেন। আমারে নাম্বার চাওয়াইছে, এইটুকু প্যারা তো দিমুই
৪|
মশা নাকি শুধু ভালো মানুষদের কামড়ায়, ভালো মানুষদের খুজে পাওয়া কষ্টকর্। তারা আমাকে খুজে পায় কিভাবে?

শনিবার, ৮ মার্চ, ২০১৪

হুদাই বচন -৩


১|
-সরি ভাইয়া :-/ প্লিজ কথা বলো
*ইটস ওকে আপু
-আপু বললা ক্যান? >_< কথা বলবানা আমার সাথে
ফিলিং: এইডা কিছু হইল?
২|
হঠাত করে রিংটোনের শব্দে ঘুম ভেঙ্গে গেল। রিংটোন টা আবার ভন ভন। ভাবলাম এইটা দিলো ক্যাডা? পরে দেহী একটা মশা। খাড়া তোরে ডাম্বল দিয়া পিটাইতাছি
৩|
চাপাবাজিরও একটা লিমিট আছে, আমি সেই লিমিট মানিনা
৪|
ফ্রীজ থেইকা ডিম বাইর কইরা বোলিং প্র্যাক্টিস করতেছিলাম। ইয়োর্কা দিতে গিয়াই
তো আকাম ডা করলাম। ডিমের খোসা মজবুত না X(

শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

হুদাই বচন - ২


১|
আজকালকার পিচ্চি মেয়েগুলো বেশি ডেঞ্জারাস ইনবক্সে “কিস” এর ইমো দিয়ে বলে কিস ব্যাক করো। আর আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কিস করবানা। বাপ্রে বাপ এইগুলা “কিস” চিনলো কেম্নে সেইটায় আমার কাছে রহস্য। আবার কয় কিস ব্যাক!!!
২|
সাকিব তো বোর্ড ও জাতির কাছে পানিশমেন্ট পাইলো। ওর বউ কোনো পানিশমেন্ট দেয় নাই? না মানে জনসম্মুখে এ কীর্তির জন্য যেকোনো বউ পানিশমেন্ট দিতেই পারে
৩|
কিছু পোলাপাইন বেশি ভাব মারতে গিয়া কয়, “আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই” বা “আই হেইট গার্লস” এইগুলার জন্য করুনা হয়
৪|
আপনি চরম লেভেলের ভাগ্যবান না হয়ে যদি মোটামুটি ভাগ্যবান হোন তবে মেয়েরা আপনার উপর ক্রাশ খাবে, ইশারা ইঙ্গিতে আপনার প্রতি তার দূর্বলতা, ভালোবাসা, অধিকার প্রকাশ করবে। বাকি কাজ টুকু আপনাকেই করে নিতে হবে।

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪

বাবু একটা কবিতা শোনাবে প্লিজ?


*বাবু একটা গান শোনাবে প্লিজ?
-আমি তো গাইতে পারি না বাবু
*আচ্ছা কবিতা হলেও চলবে।
-ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা,
ঐখানেতে বাস করে কানা বগীর ছা। ও
বগী তুই খাস কি? পান্তা ভাত চাস কি?
পান্তা আমি খাইনা, পুটি মাছ পাইনা।
একটা যদি পাই, ওমনি ধরে গাপুস গুপুস
খাই

হুদাই বচন - ১


১|
ভ্যালেন্টাইনস ডে চইলা আইলো। ভাবতেছি কালকে একটা বান্ধবীরে গার্লফ্রেন্ড বানামু। মানে বান্ধবীর বিএফ এলাকায় থাকে না। তাই ওর লগেই ঘুরুম। মাইনষের সামনে গার্লফ্রেন্ড কইয়াই পরিচয় দিমু
২|
প্রিয়তমা, একটা ভ্যালেন্টাইনস ডে পালন না করলে কিছুই হবে না। তোমার জন্য প্রতিটা দিনকেই ভ্যালেন্টাইনস ডে বানিয়ে ফেলতে পারি। তার চেয়ে বরং চলো নাসির হোসাইন কে শুভেচ্ছা জানাই। ভ্যালেন্টাইনস
ডে’র না। জন্মদিনের। শুভ জন্মদিন নাসির ভাই। তাড়াতাড়ি বিয়া করেন। সাকিব তামিম মুশি যাওয়ার পর আপনেই…
৩|
কারো ফাগুন মাস
কারো আছোলা বাঁশ,
কারো ভ্যালেন্টাইন
কারো বালেন্টাইন
৪|
সাকিব
টিভিতে কী দেখাইসে এই
প্রশ্নটা এক আপু
জিগাইলো।
কি বলবো বুঝতে না পাইরা বললাম
…”অহংকার” দেখাইছে।

বুধবার, ৫ মার্চ, ২০১৪

তবুও স্বপ্ন দেখবো


যতবারই স্বপ্ন ভাঙ্গুক আমরা বেহায়ার মত সমর্থন দিয়ে যাবো। ছি বেহায়া বললাম কেন? এটা ভালোবাসা। স্বপ্ন এর আগেও অনেকবার ভেঙ্গেছে, সেই স্বপ্ন কে জোড়া লাগিয়ে আমরা হাওয়ায় ভেসেছে। ২০১১ বিশ্বকাপ টা খারাপ গিয়েছিল, তারপরও
আমরা ভালো খেলেছিলাম। টানা হারের বৃত্তে থেকে গত ম্যাচে দারুন ব্যাটিং হয়েছে। শুধু একটি বার জয়ের ধারায় ফিরতে চাই।
তারপর সব সূদে আসলে তুলে নেবো। যখন
জিতবো তখন হারতে ভুলে যাবো। আপাতত স্বপ্ন দেখে যাবো তবে প্রকাশ করবো না। আমরা রাগ করেছি, তবে ভালোবাসা কমিয়ে দেইনি। ভালো খেলে আমাদের রাগ ভাঙ্গাও।
আমাদের আনন্দিত করো। আমাদের অভিমান টেম্পোরারি, ভালোবাসা পার্মানেন্ট। আশা করি তোমাদের বাজে খেলাটা টেম্পোরারি, ভালো খেলাটা পার্মানেন্ট হয়ে যাবে।

শনিবার, ১ মার্চ, ২০১৪

আফগানিস্থান কোনো চুদুর বুদুর টিম না


আফগানিস্থান কোনো চুদুর বুদুর
টিম না।
এই দলের অনেক বোলার
খেলোয়াড়ি জীবনে আসার
আগে হাতে গ্রেনেড ধরেছিল। এই দলের
অনেক ব্যাটসম্যান আগে স্টেনগান
নিয়ে তালেবান দের বিরুদ্ধে যুদ্ধ
করেছিল। এই দলটাই মাঝ
বিরতি তে মাঠে নামাজ আদায় করে। এই
দৃশ্যটা সত্যিই অনেক সুন্দর্। এই টিম
টা জয়ের পর সাধারন ভাবে মাঠ
ছেড়েছে। অল্প দিনে দারুন
উন্নতি করেছে। নিউজ ফীডে তাদের
দুইটা ম্যাচে অনেক কে তালেবান
বলতে দেখেছি। তারা প্লিজ এবার অফ
যাবেন? কি কারনে তাদের তালেবান
বলছেন? আপনারা কি জানেন আফগান
রা বাংলাদেশ টিম
কে কতটা ভালোবাসে? তাদের প্লেয়ার
দের বিপিএল এ সুযোগ করে দেয়াতেই
তারা বাংলাদেশের ক্রিকেট
কে ভালোবাসে। তারা আজ সত্যিই অনেক
ভালো খেলেছে। এই টিম টা কে হেয়
করা, তাদের তালেবান বলে তিরষ্কার
করার কোনো কারন আমি দেখছি না। আজ
বাংলাদেশ খারাপ খেলেছে।
কতটা খারাপ
লাগছে বোঝাতে পারবো না।
তবে আফগানিস্থান টিম টার জন্য
রেস্পেক্ট থাকবে। তাদের জন্য
শুভকামনা।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

ভ্যালেন্টাইনস ডে নয় , চলো নাসির কে উইশ করি


প্রিয়তমা,
একটা ভ্যালেন্টাইনস ডে পালন
না করলে কিছুই হবে না। তোমার জন্য
প্রতিটা দিনকেই ভ্যালেন্টাইনস
ডে বানিয়ে ফেলতে পারি। তার
চেয়ে বরং চলো নাসির হোসাইন
কে শুভেচ্ছা জানাই। ভ্যালেন্টাইনস
ডে’র না। জন্মদিনের। শুভ জন্মদিন নাসির
ভাই। তাড়াতাড়ি বিয়া করেন। সাকিব
তামিম মুশি যাওয়ার পর আপনেই
মাইয়াগো টার্গেট।
বিয়া ডা কইরালান বাই। আমগো বাচান

রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

ভ্যালেন্টাইন্স ডে নামা


*৭ফেব্রুয়ারি – রোজ ডে
*৮ ফেব্রুয়ারি – প্রপোজ
ডে
*৯ ফেব্রুয়ারি – চকোলেট ডে
*১০ ফেব্রুয়ারি – টেডি ডে
*১১ ফেব্রুয়ারি – প্রমিজ ডে
*১২ ফেব্রুয়ারি – কিস ডে
*১৩ ফেব্রুয়ারি – হাগ ডে
*১৪ ফেব্রুয়ারি – ভ্যালেন্টাইনস
ডে
১৫তারিখ থেকে ৭ফেব্রুয়ারির
ডে গুলোই রিপিট হবে একটু
পরিবর্তিত হয়ে।
*১৫ফেব্রুয়ারি – জোর ডে (জোর
জবরদস্তি টাইপ কিছু)
*১৬ফেব্রুয়ারি – পোজ ডে (দূর্লভ
ছবি সংগ্রহের প্রয়াস)
*১৭ফেব্রুয়ারি – লেট
ডে (দেরী করে আসা শুরু)
*১৮ ফেব্রুয়ারি – মুডি ডে (উভয়েই
একে অপরকে মুড দেখাবে)
*১৯ফেব্রুয়ারি- মিস ডে (ইচ্ছাকৃত
ভাবে মিস করবে/এড়িয়ে চলবে )
*২০ফেব্রুয়ারি – বিষ ডে (কেউ একজন
বিষ খাবে)
*২২ ফেব্রুয়ারি – হাগু ডে (বিষ
খেয়ে হাগু হবে)
ভালোবাসা কোনো বিশেষ দিনের
জন্য উথলে না পড়ুক। প্রতিটা দিন
ভালোবাসা একই থাকুক
নয়তো বাড়তে থাকুক।
ভালোবাসা পরিমাপের
কোনো স্কেল নেই,
থাকলে হয়তো কেজি, গজ, লিটার
হিসেবে হয়তো ভালোবাসাও
পাওয়া যেত। হ্যা বিশেষ
দিবসে ভালোবাসা মানে কেজি, গজ,
লিটারি ভালোবাসা।
ভালোবাসা অসীম তাই এর
কোনো স্কেল নেই।
অসীম ভালোবাসা অসীম থাকুক।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

দুই দিনের ফেসবুকার, ভাতে রে কয় অন্ন


“দুইদিনের
বৈরাগী ভাতে রে কয় অন্ন”
কথাটার আসল মোজেজা কি জানিনা।
কিন্তু “দুইদিনের ফেসবুকার, ভাতে রে কয়
অন্ন” এই কথাটা বেশি সঠিক।
ফেসবুকে দুই চাইরডা লাইক
পাইয়া কিংবা দুই চাইর ডা পেজের
এডমিন হইয়া দুই চাইর টা বইয়ের
রাইটারের ব্যাকগ্রাউন্ড
সম্পর্কে না জাইনা সে কি গান
শুনলো সেই স্ট্যাটাসের রেশ
ধইরা আবাল মার্কা কথা কইতেও
এরা পিছপা হয় না। আবার কারো রক্ত
চাওয়া পোস্ট নিয়েও উপহাস করে।
আবালের বাচ্চা যে রক্ত চায়
সে কি গান শুনতে পারে না?
তাতে তোর এত জ্বলে ক্যান? রক্তের
অভাবে কেউ
মারা যাচ্ছে সেইটা নিয়ে এরা উপহাস
করতে ভোলেনা। মনুষ্যত্ব কোথায়
গিয়ে ঠেকেছে ভাবা যায়!
আবার আরেক আবাল কারো এপার্টমেন্ট এর
অফার দেওয়া পোস্ট নিয়ে কয় এইভাবেই
সে জনপ্রিয়। হেয় আবাল, হ্যাভ সাম পাফড
রাইস -_-

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে ………


পাকিস্তানের চেয়ে বাংলাদেশ
এগিয়ে ………
ক্রিকেট ক্রেজ কোথায় বেশি? ভারত?
অস্ট্রেলিয়া? পাকিস্তান? সাউথ
আফ্রিকা? না বাংলাদেশ? না অন্য
কোনো দেশ? এর একটা আংশিক
ধারনা ফেসবুক ফ্যানপেজের লাইক
সংখ্যা থেকে হিসাব করা যায় । যদিও
এটা ভার্চুয়াল তবুও
কিছুটা তো ধারনা পাওয়া যায়।
ক্রিকেট খেলুড়ে কোনো টিমের
মধ্যে সবচেয়ে বড় ফ্যানপেজ টা ভারতীয়
জাতীয় দলের্। এটা খুব স্বাভাবিক
ব্যপার্। তাদের ফ্যানপেজের ফ্যান
সংখ্যা ৯২০৫৭৬২।
দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
তাদের ফ্যান ৩১১৪৭১৬।
তৃতীয় স্থানে কারা আছে অনুমান
করতে পারেন? জ্বী তৃতীয়
স্থানে #বাংলাদেশ। বাংলাদেশের
জাতীয় দলের সবচেয়ে বড় ফ্যানপেজের
ফ্যান ২৭২২৬০০! ভাবতেই
ভালো লাগছে আমরা কতটা ক্রিকেট
পাগল।
চতুর্থ স্থানে আছে দক্ষিন আফ্রিকা
১৬লাখ ফ্যান নিয়ে। আর পঞ্চম
স্থানে আছে পাকিস্তান । তাদের ফ্যান
৯২০৮৬৩ । গত ৭-৮ মাসে তাদের ১লক্ষ
ফ্যানও বাড়েনি। এখানটাতেও
আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে
আরেকটা মজার ব্যপার হল ষষ্ঠ
স্থানে ইংল্যান্ড ১২১৯৬৮৪ফ্যান নিয়ে।
এবং সপ্তম ও অষ্টম স্থানে আফগানিস্তান ও
নেপাল। সেই দিন বেশি দুরে নয় যেদিন
আমরা সবার উপরে উঠব্ল।
ভালো খেলে উপরে উঠবো। ক্রিকেট
আরো বহুগুনে ছড়িয়ে যাক দেশের
আনাচে কানাচে
*শুধু মাত্র জাতীয় দলের সবচেয়ে বড়
ফ্যানপেজের হিসাব এটা।
*কোনো ক্রিকেটার এবং ক্লাবের
ফ্যানপেজ এ হিসাবের বাইরে

শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪

বাঙালী আর বাংলাদেশী


প্রশ্ন: বাঙ্গালী আর বাংলাদেশীর মাঝে পার্থক্য কি?
উত্তর: সাধারণ অর্থে যাদের মুখের ভাষা বাংলা তারা বাঙালী , এই ব্যক্তি জন্মগতভাবে বাংলাদেশ কিংবা ভারতের নাগরিক অথবা অন্যান্য দেশের নাগরিকত্ব পেতে পারেন। বাংলাদেশি বলতে জন্মগত ভাবে বাংলাদেশের নাগরিক কে বোঝায়। আমার দৃষ্টিতে বাঙালী বলতে যার বাংলা ভাষার প্রতি আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, গর্ববোধ আছে। আর বাংলাদেশি বলতে অবশ্যই তাকে বিশুদ্ধ বাঙালী হতে হবে এবং দেশটার প্রতি আবেগ ভালোবাসা শ্রদ্ধা গর্ববোধ থাকতে হবে।  মুখের ভাষা বাংলা হলেই বাঙালী হওয়া যায় না, বাংলাদেশে জন্ম নিলেই বাংলাদেশি হওয়া যায় না
ফেসবুকে এই পোস্ট