মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

এতটা ফুটবল প্রেম বিরক্তিকর


আমাদের দেশের অনেক মানুষ ফুটবল নিয়ে অনেক বেশি মাতামাতি করে। এই মাতামাতিটা হুজুগে মাতামাতি। ফুটবল বিশ্বকাপ আসলেই আমাদের বৈশ্বিক পতাকা প্রীতি বেড়ে যায়। পুরো একটা মাস নানান রঙের পতাকায় মোড়ানো থাকবে পুরো দেশ। এ থেকেও বোঝা যায় ক্রিকেট থেকেও
বিদেশী ফুটবল প্রীতিটা বেশি। নিজের দেশের পতাকা কয়দিনই বা উড়াই? পারি শুধু সবচেয়ে বড় মানব পতাকা বানাতে। পারিনা শুধু নিজের পতাকা কে ভালোবাসতে। রেডি আছি বাহারী পতাকার সমাহার দেখতে। এই মাত্রার ফুটবল প্রেম আসলেই বিরক্তিকর্। এইটা হুজুগে প্রেম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন