বুধবার, ১১ জুন, ২০১৪

বিশ্বকাপ ফুটবলে পতাকার বিকল্প

আপনি একটা আকাশী রঙের কাপড়ে সাদা অক্ষরে  "আর্জেন্টিনা" লিখে বাড়ির ছাদে উড়াতে পারেন, আপনি একটা সবুজ রঙের  কাপড়ে হলুদ অক্ষরে "ব্রাজিল" লিখে বাড়ির ছাদে উড়াতে পারেন। চাইলে সাথে তাদের ফুটবল ফেডারেশনের লোগোও দিতে পারেন। হয়ে গেল আপনার সমর্থন দেখানো। কি দরকার বলার, "আমরা পতাকা উড়িয়ে কোন টিম কে সমর্থন দেই সেটা প্রমান করি"?
তার চেয়ে বরং এ আইডিয়াটা কাজে লাগান। আপনি যদি পর্তুগালের পতাকা উঠান তবে কেউ চিনবে না, ইতালি, জার্মানীও অনেকে চিনবে না। বরং সাদা কাপড়ে লিখে দিলে সবাই বুঝতে পারবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন