রবিবার, ৪ মে, ২০১৪

চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে কথাটা নিয়ে সবাই সীমাছাড়া ফাইজলামি করছে


“চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে” কথাটা নিয়ে মানুষ ফান করা আরম্ভ করেছে >_< ।
একটা কিছু হলেই আজগুবি স্ট্যাটাস
দিয়ে বসে "চলে যাচ্ছি নেটওয়ার্কের
বাইরে", কোথাও বেড়াতে গেলেও
স্ট্যাটাস দেয়,
"চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে"
ফাইজলামির একটা সীমা থাকা উচিত।
এই কথাটা লিখে স্ট্যাটাস
দেয়া মানে সাব্বির ভাইয়ের মৃত্যু
কে উপহাস করা। নূন্যতম কমনসেন্স থাকলেই
বোঝা যায় এই জাতীয় স্ট্যাটাস
কতটা ব্যাঙ্গাত্বক। যেন
"মাইরালা আমারে মাইরালা" টাইপের
একটা সরকারি ফানি উক্তি এটা তাই
সবাই এটা লিখে স্ট্যাটাস দিতে হবে।
কোন বোধ নিয়ে এই জাতীয় স্ট্যাটাস
দেয় সেটাই আমার মাথায় ঢোকে না

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন