রবিবার, ৩০ জুন, ২০১৩

নামের বাহার


ফেবুতে একেক সময় একেক আজিব আজিব নাম দেখে মাঝে মাঝেই অবাক হওয়া লাগে। কখনো কখনো নামের দিকে তাকিয়ে না হেসে পারা যায়ন এই যেমন আজকে চোখে বাধল পায়খানার বদনা নামের একটা আইডি। এমন অনেক মজাদার নাম গুলো ভালই মজা দেয়। আমার ফ্রেন্ড লিস্টের কিছু নাম তুলে ধরছি
# ময়লা বাবা-
ইনি ময়লা কোম্পানিতে কাজ করেন।
তার কাছে ময়লার কততুকু মজুদ
আছে তা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়।
# অচিকীর্ষু লৌকিক- ছোট্ট
মাথা দিয়া এই নামের অর্থ বাইর
করতে পারিনাই।
# আম্বিয়ার জামাই মন্তু-
আব্বে টুনিরে ছ্যাকা দিয়া আম্বিয়ার
লগে মজা লইতাছস?
# এদিকে আসুন-
জ্বী আসছি। খাওন রেডি করেন
# একজন শুন্য মামু- ইনিও জাতির মামু
তবে মূল্য নাই, শুন্য।
# কষ্টের মাঝে বেচে আছি-
ইনারে কেও পেইন কিলার খাওয়া
# কৃষক আমি এই বাংলার- ওই মিয়া ফেবু
তে কি করেন?
# গোল আলুর ব্যাসার্ধ- মামা ব্যাসার্ধ
ডা কি জানাইবেন? কতদিন ধইরা ওয়েট
করতেছি
# চাঁদ হীন আকাশ- পুরাই অমাবশ্যা
# তালত ভাই- এইডার
মানে আমি জানিনা
# নিষ্পাপ ড্রাকুলা- এই খান
যদি নিষ্পাপ
হয় তাইলে পাপী কেডা? সারাদিন
মেহজাবিন রে লাইন মারে
# পথহারা নাহিদ- সময় থাকতে পথ
খুইজা বাইর করেন।
# পীথাগোরাসের প্রেমপাদ্য-
পীথাগোরাসের উপপাদ্যর
বদলে এইটা ইনক্লুড করা হোক
# ফারাও রাজা তুতেন খামেন- কেও
মিশরে গিয়া দেইখা আয়।
এইডা ফেবুতে আইসা বড্ড জালাইতাছে
# ফেক আইডি- এত আইডি ডিজেবল হয়
আপনের ডা হয় না?
# বঙ্গ মামু- সবার মামু। ইনারে জাতিয়
মামু ঘোষণা করা হোক।
# বেনসনের প্যাকেট- সিগারেটের দাম
বাইড়া গেছে। প্যাকেট লইয়াই ঘুরন
লাগব
# ভূতের গুপ্তচর- আগে থাকতে সাবধান হন।
কবে ভূতের ছ্যাকা খাইবেন
# মস্তিষ্ক প্রক্ষালক- এত জটিল নাম পান
কই?
# মহারাজ মহারাজ- রানই বিহীন
রাজা মনে লয়। তাই মহারাজ দুই বার
# মুখোশের অন্তরালে- অনেক হইছে।
এইবার মুখটা দেখান
# রুপকথার জ্বীন- জুকার দেখি জ্বীন গোও
ফেবুতে ঢুকবার দিছে। হালায়
তো ভালাই লোভী
# সাদা কাঁক- কাঁক
তুমি সাদা হইলা কেমনে?
# সাবান বাবা-
বাবা তো সস্তা আছিল।
সাবানও কি সস্তা হইয়া গেল?
# স্টপ ওয়াচ- তাইতো কই সরল দোলকের
দোলনকাল নির্ণয়ের সময় তুমি কই
আছিলা?
# স্যাম্পেইন বাবা- মাতাল আস্ত মাতাল
এমন আরো কত আজিব আজিব নাম
আপনাদের ফ্রেন্ড লিস্টেও আছে।
আমারও # বিকল কপোট্রন নামে একখান
আছে
আরও কত নতুন নতুন নাম দেখব আল্লাহই
জানেন
ফেসবুকে এই পোস্ট

1 মন্তব্য(গুলি):