মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

একদল মানুষের প্রতি ঘৃনা বেড়েই চলছে


একদল মানুষের প্রতি ঘৃনা বেড়েই চলেছে। আমি জানিনা এই ঘৃনা টা কতদূর পর্যন্ত যাবে। সবসময়ই মনে হয় এদের কে সর্বোচ্চ ঘৃনা করছি। কিন্তু প্রতিবারই আমি ভুল প্রমানিত হই। ঘৃনাটা বেড়েই চলে এদের প্রতিটা ঘৃনিত কাজে। জানি না আর কতবার ভুল প্রমানিত হব। এরা ধর্মের নাম
নিয়ে ধর্ষণ হালাল করে, এরা ধর্মের নাম নিয়ে মানুষ হত্যা হালাল করে। এরা ধর্মের নাম নিয়ে কিছু না বুঝেই বলে, “আল্লাহর গজব পড়েছে, ঠিক হয়েছে মারা গিয়ে। পাপের ফল। হাবিজাবি”।
এগুলো নমুনা। বিস্তারিত বিষয় টা আরো ভয়ংকর্। যারা সাধারণ ধার্মিক তারা ধর্ম পালন করে, ধর্মকে নোংড়া করার চেষ্টা করে না। তারা ধর্মকে ধর্মের বিধান অনুযায়ী পালন করে, হয়ত কিছু অপূর্ণতা থাকে। কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করে না। ধর্ম ব্যবসায়ীরা ধর্মের সাথে নিজেদের স্বার্থ মিশিয়ে প্রতিমূহুর্তে মানুষ কে ধোকা দিয়ে যাচ্ছে।
AUST এর ভাইদের মৃত্যু নিয়ে একদলের
নোংড়া মনোভাব দেখে সত্যিই এদের
প্রতি ঘৃনা বেড়ে যাচ্ছে। নিজেদের
ধার্মিক জাহির করার জন্য মৃত ব্যক্তিদের
পাপী/ঠিক হয়েছে/আল্লাহর গজব
ইত্যাদী বলে নিজেদের সংকীর্ণতার
পরিচয় দিচ্ছে।
আসলেই ঘৃনার সর্বোচ্চ চূড়ায় ওঠা যায়
না। এটা শুধু বাড়তেই থাকে।
ঘৃনা বাড়া মানেই খারাপ
লাগা বেড়ে যাওয়া।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন