শনিবার, ১৭ মে, ২০১৪

যে যেমন রেজাল্ট করেছে তাকে সেটার জন্যই শুভেচ্ছা জানানো উচিত


ভাই থামেন। প্লাস পাওয়া সবাই কিন্তু
প্রশ্ন পাইয়া প্লাস পায়নাই যে তাদের
নিয়ে ট্রল করবেন। আপনাদের
কথাবার্তা শুইনা মনে হয় আগের আমলেই সব
মেধাবী ছিল, এখন প্রশ্ন ছাড়া কেউ
প্লাস পাইতে পারে না। বরং মেধাবীর
সংখ্যা আগের থেকে বেড়েছে। একটু জটিল
টাইপের ক্রিয়েটিভ প্রশ্ন শিক্ষকরাও সলভ
করতে হিমশিম খায়। যারা স্ট্যাটাস
দিচ্ছেন তাদের আমলে কিন্তু এই
ক্রিয়েটিভ প্রশ্ন ছিল না যেইগুলা সলভ
করে কিছু মেধাবী ঠিকই প্লাস
পেয়েছে।
আবার যারা প্লাস পায়নাই তাদের
উদ্দেশ্যে বলছেন প্রশ্ন পেয়েও প্লাস
পাওনাই? ছি ছি ছি।
ওই যে আগেই কইছি সবাই কিন্তু প্রশ্ন পায়
নাই। অযথা এইসব বলে মনোবল
ভেঙ্গে দেয়ার কোনো মানেই হয় না।
যে যেই রেজাল্ট করেছে তাকে সেটার
জন্যই শুভেচ্ছা জানান।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন