মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

দুই দিনের ফেসবুকার, ভাতে রে কয় অন্ন


“দুইদিনের
বৈরাগী ভাতে রে কয় অন্ন”
কথাটার আসল মোজেজা কি জানিনা।
কিন্তু “দুইদিনের ফেসবুকার, ভাতে রে কয়
অন্ন” এই কথাটা বেশি সঠিক।
ফেসবুকে দুই চাইরডা লাইক
পাইয়া কিংবা দুই চাইর ডা পেজের
এডমিন হইয়া দুই চাইর টা বইয়ের
রাইটারের ব্যাকগ্রাউন্ড
সম্পর্কে না জাইনা সে কি গান
শুনলো সেই স্ট্যাটাসের রেশ
ধইরা আবাল মার্কা কথা কইতেও
এরা পিছপা হয় না। আবার কারো রক্ত
চাওয়া পোস্ট নিয়েও উপহাস করে।
আবালের বাচ্চা যে রক্ত চায়
সে কি গান শুনতে পারে না?
তাতে তোর এত জ্বলে ক্যান? রক্তের
অভাবে কেউ
মারা যাচ্ছে সেইটা নিয়ে এরা উপহাস
করতে ভোলেনা। মনুষ্যত্ব কোথায়
গিয়ে ঠেকেছে ভাবা যায়!
আবার আরেক আবাল কারো এপার্টমেন্ট এর
অফার দেওয়া পোস্ট নিয়ে কয় এইভাবেই
সে জনপ্রিয়। হেয় আবাল, হ্যাভ সাম পাফড
রাইস -_-

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন