বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

সবাই খালি এয়ারটেল এয়ারটেল করে


ভার্চুয়াল জগতে কারো কাছ থেকেই ফোন নাম্বার চাওয়া লাগেনি কখনো। ঘনিষ্ঠতা হওয়ার পর প্রয়োজনে অথবা বন্ধুত্বের খাতিরে অনেকেই নাম্বার চেয়ে নিয়েছে। আসল কথা ফোন নাম্বার চাইতে আমার একটু লজ্জাই লাগে সম্ভবত তাই বন্ধুটিকেই দায়িত্ব নিয়ে চাইতে হয়।
তো আমার ফোন নাম্বার দেয়ার পর প্রায় সবার অভিব্যক্তিই একই রকম, “তুমি জিপি ব্যবহার করো!!? এয়ারটেল নাই?” একেবারে বাচ্চাকাল থেইকা জিপি ব্যবহার করি। হালারা আমারে যে কত্ত বাঁশ দিছে তার ঠিক নাই। তবুও জিপি ছাড়িনাই। আর পোলাপাইন
খালি কয় এয়ারটেল নাই? এয়ারটেল নাই? এয়ারটেলের ভিত্রে কি আছে সেইটা আইজ পর্যন্ত বুঝলাম না। আমি বাদে প্রায় সবাইই এয়ারটেল ব্যবহার করে। এয়ারটেল একটা আছিল তয় দাঁত দিয়া কামড়াইয়া ভাইঙ্গা ফালাইছি। আর ভাইঙ্গা ফালানোর পরই
পোলাপাইনের বয়ান, “এয়ারটেল নাই
মিয়া?”
আমার পেটে কেউ এয়ার
ভইরা দে আসমানে উইড়া যাই

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন