মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে ………


পাকিস্তানের চেয়ে বাংলাদেশ
এগিয়ে ………
ক্রিকেট ক্রেজ কোথায় বেশি? ভারত?
অস্ট্রেলিয়া? পাকিস্তান? সাউথ
আফ্রিকা? না বাংলাদেশ? না অন্য
কোনো দেশ? এর একটা আংশিক
ধারনা ফেসবুক ফ্যানপেজের লাইক
সংখ্যা থেকে হিসাব করা যায় । যদিও
এটা ভার্চুয়াল তবুও
কিছুটা তো ধারনা পাওয়া যায়।
ক্রিকেট খেলুড়ে কোনো টিমের
মধ্যে সবচেয়ে বড় ফ্যানপেজ টা ভারতীয়
জাতীয় দলের্। এটা খুব স্বাভাবিক
ব্যপার্। তাদের ফ্যানপেজের ফ্যান
সংখ্যা ৯২০৫৭৬২।
দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
তাদের ফ্যান ৩১১৪৭১৬।
তৃতীয় স্থানে কারা আছে অনুমান
করতে পারেন? জ্বী তৃতীয়
স্থানে #বাংলাদেশ। বাংলাদেশের
জাতীয় দলের সবচেয়ে বড় ফ্যানপেজের
ফ্যান ২৭২২৬০০! ভাবতেই
ভালো লাগছে আমরা কতটা ক্রিকেট
পাগল।
চতুর্থ স্থানে আছে দক্ষিন আফ্রিকা
১৬লাখ ফ্যান নিয়ে। আর পঞ্চম
স্থানে আছে পাকিস্তান । তাদের ফ্যান
৯২০৮৬৩ । গত ৭-৮ মাসে তাদের ১লক্ষ
ফ্যানও বাড়েনি। এখানটাতেও
আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে
আরেকটা মজার ব্যপার হল ষষ্ঠ
স্থানে ইংল্যান্ড ১২১৯৬৮৪ফ্যান নিয়ে।
এবং সপ্তম ও অষ্টম স্থানে আফগানিস্তান ও
নেপাল। সেই দিন বেশি দুরে নয় যেদিন
আমরা সবার উপরে উঠব্ল।
ভালো খেলে উপরে উঠবো। ক্রিকেট
আরো বহুগুনে ছড়িয়ে যাক দেশের
আনাচে কানাচে
*শুধু মাত্র জাতীয় দলের সবচেয়ে বড়
ফ্যানপেজের হিসাব এটা।
*কোনো ক্রিকেটার এবং ক্লাবের
ফ্যানপেজ এ হিসাবের বাইরে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন