This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

সোমবার, ২৮ জুলাই, ২০১৪

জুকারবার্গের কাছে খোলা চিঠি

জুকারবার্গের কাছে খোলা চিঠি।
অনেক গবেষণায় দেখলাম আপনার এই ফেসবুকে ইদানিং দূর্নীতি বেড়ে যাচ্ছে। অতিসত্ত্বর এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপনার "like" বাটনটির স্থান পরিবর্তন করতে হবে। বড় বড় পোস্টের ক্ষেত্রে "Continue
Reading" লেখায় ক্লিকের পর যেন লাইক বাটন দেখা যায় সে ব্যবস্থা করুন। পুরো স্ট্যাটাস লোডের পরই যেন লাইক বাটন দেখা যায়। পরবর্তীতে আমি আপনাকে আইডিয়া দিয়ে সাহায্য করবো। আপাতত ধন্যবাদ না দিয়ে ঈদের সালামী পাঠিয়ে দিন।

শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

জীবনে চলার পথে তোমাকে শিশির ভেজা পথ বেছে নিতে হবে

পিচঢালা পথে খালিপায়ে কিছুক্ষন হাটলে সারাদিন পায়ের নিচে বিরক্তিকর জ্বলুনি তৈরী হবে।

শিশির ভেজা পথে খালি পায়ে কিছুক্ষন হাটলে অদ্ভুত প্রশান্তি ভর করবে পুরো দেহে।

জীবনে চলার পথে তোমাকে পিচঢালা পথ আর শিশির ভেজা পথ বেছে নিতে হবে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

ছেলেদের চোখে একটি মেয়েকে খুব সহজেই ভালো লেগে যেতে পারে

ছেলেদের ক্ষেত্রে একটি মেয়েকে খুব সহজেই ভালো লেগে যেতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটি হয়না। তাদের চোখে খুব সহজেই একটি ছেলেকে ভালো লেগে যায়না। একটি মেয়েকে অনেকগুলো ছেলে পছন্দ করবে বিষয়টা খুব স্বাভাবিক আর এজন্য মেয়েদের আহামরী কোনো গুণ লাগেনা। কিন্তু একটি ছেলেকে যখন কিছু মেয়ে পছন্দ করে তখন বুঝতে হবে তারা এমনি এমনি করে না। নিশ্চয়ই তার মাঝে বিশেষ কিছু খুজে পায়। আর এই বিশেষ কিছু নিয়েই সেই ছেলেটি যদি আত্মতৃপ্তিতে ভোগে তবে সেটা দোষের কিছু না। এটাই হয়ত তার বিশেষত্ব।

বুধবার, ৯ জুলাই, ২০১৪

পুলককে নিয়ে হয়েছে জ্বালা

আমার এক দোস্তরে নিয়ে হইছে আমার জ্বালা। ও নিজে অংক ভুলে করে কিছুক্ষন পর আমাকে বলবে, "এই অংক এই জায়গায় ভুল কেন? খেয়াল করিস নি?"

আবার কোন সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে থাকার পর আমাকে বলবে, "এই তুই এত শয়তান কেন?" অথচ সে সময় আমি অন্যকাজে ব্যস্ত থাকি

সোমবার, ৭ জুলাই, ২০১৪

সুঁইয়ের মাথায় সুঁতা পরাতে গেলে জীবনেও সেলাই করা সম্ভব নয়

দেশের উপকারের জন্য যেখানে দেশপ্রেম ও নীতি দেখানো জরুরি সেসব ক্ষেত্রে আমরা সাদাকালো যুগের নির্বাক চলচ্চিত্র।

আর সেসব ক্ষেত্রে আমরা দেশপ্রেমিক হয়ে যাই, নীতিবান হয়ে যাই যে দেশপ্রেম দেশের ক্ষতি করে।

চামের উপ্রে দুইবারই আমরা দেশকে ধোকা দেই, একবার নীতিহীন থেকে আরেকবার নীতি দেখিয়ে।

সুঁইয়ের মাথায় সুঁতা পরাতে গেলে জীবনেও সেলাই করা সম্ভব না 

রবিবার, ৬ জুলাই, ২০১৪

আমাদের আসলে গল্পের অভাব নেই

দীপু নাম্বার টু এর কথা মনে আছে? যে এই সিনেমা টা দেখেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার অবশ্যই ভালো লেগেছে। এরকম কিশোর কাহিনী নির্ভর সিনেমা হলে সবাই গোগ্রাসে গিলবে।
দেশের অনেক গুনি লেখক লিখে গেছেন অসংখ্য উপন্যাস, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনী। সাধারন মানুষ এসবে বুদ হয়ে পড়ে থাকে, এগুলো কে সামান্য মোডিফাই করে সিনেমায় রুপান্তর করলে আমাদের সিনেমার চেহারাই পাল্টে যাবে। তখন আর অভিযোগ থাকবে না দূর্বল কিংবা নকল কাহিনী নিয়ে। স্বল্প বাজেটে তৈরী করা সম্ভব হবে দারুন দারুন কাহিনীর সিনেমা। আমাদের মাসালা ফিল্মের খোলস থেকে বেরিয়ে আসতে হবে।