রবিবার, ৬ জুলাই, ২০১৪

আমাদের আসলে গল্পের অভাব নেই

দীপু নাম্বার টু এর কথা মনে আছে? যে এই সিনেমা টা দেখেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার অবশ্যই ভালো লেগেছে। এরকম কিশোর কাহিনী নির্ভর সিনেমা হলে সবাই গোগ্রাসে গিলবে।
দেশের অনেক গুনি লেখক লিখে গেছেন অসংখ্য উপন্যাস, সায়েন্স ফিকশন, গোয়েন্দা কাহিনী। সাধারন মানুষ এসবে বুদ হয়ে পড়ে থাকে, এগুলো কে সামান্য মোডিফাই করে সিনেমায় রুপান্তর করলে আমাদের সিনেমার চেহারাই পাল্টে যাবে। তখন আর অভিযোগ থাকবে না দূর্বল কিংবা নকল কাহিনী নিয়ে। স্বল্প বাজেটে তৈরী করা সম্ভব হবে দারুন দারুন কাহিনীর সিনেমা। আমাদের মাসালা ফিল্মের খোলস থেকে বেরিয়ে আসতে হবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন