সোমবার, ৭ জুলাই, ২০১৪

সুঁইয়ের মাথায় সুঁতা পরাতে গেলে জীবনেও সেলাই করা সম্ভব নয়

দেশের উপকারের জন্য যেখানে দেশপ্রেম ও নীতি দেখানো জরুরি সেসব ক্ষেত্রে আমরা সাদাকালো যুগের নির্বাক চলচ্চিত্র।

আর সেসব ক্ষেত্রে আমরা দেশপ্রেমিক হয়ে যাই, নীতিবান হয়ে যাই যে দেশপ্রেম দেশের ক্ষতি করে।

চামের উপ্রে দুইবারই আমরা দেশকে ধোকা দেই, একবার নীতিহীন থেকে আরেকবার নীতি দেখিয়ে।

সুঁইয়ের মাথায় সুঁতা পরাতে গেলে জীবনেও সেলাই করা সম্ভব না 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন