This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

আগে কইলেই তো হয়


:শোয়েব আখতার রে চিনেন?
-না চিনিনা
:ওই যে সব চাইতে জোরে বল করতো
-চিনিনাই
:ওই যে পাকিস্তানের বেয়াদপ টা >_<
-এইবার চিনছি। আগে কইলেই তো হয়

এতটা ফুটবল প্রেম বিরক্তিকর


আমাদের দেশের অনেক মানুষ ফুটবল নিয়ে অনেক বেশি মাতামাতি করে। এই মাতামাতিটা হুজুগে মাতামাতি। ফুটবল বিশ্বকাপ আসলেই আমাদের বৈশ্বিক পতাকা প্রীতি বেড়ে যায়। পুরো একটা মাস নানান রঙের পতাকায় মোড়ানো থাকবে পুরো দেশ। এ থেকেও বোঝা যায় ক্রিকেট থেকেও
বিদেশী ফুটবল প্রীতিটা বেশি। নিজের দেশের পতাকা কয়দিনই বা উড়াই? পারি শুধু সবচেয়ে বড় মানব পতাকা বানাতে। পারিনা শুধু নিজের পতাকা কে ভালোবাসতে। রেডি আছি বাহারী পতাকার সমাহার দেখতে। এই মাত্রার ফুটবল প্রেম আসলেই বিরক্তিকর্। এইটা হুজুগে প্রেম

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

এইগুলা পরেই পরীক্ষা দিতে যাবো


পরীক্ষা শুরুর আগে এক
দোস্তরে জিগাইলাম, “দোস্ত
পরীক্ষার প্রিপারেশন কেমন?”
দোস্ত আমার কইলো, “এই তো নতুন শার্ট
প্যান্ট কিনছি, আগের গুলা তো আছেই। আর
নতুন পারফিউম কিনছি। এইগুলা পরেই
পরীক্ষা দিতে চলে যাবো”

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

ফেসবুকীয় হালচাল


ফেসবুকে মেয়েদের রোমান্টিক
স্ট্যাটাস বেশি দেখা যায় বৃষ্টি এলে।
ফেসবুকে ছেলেদের রোমান্টিক
(মাঝে মাঝে ১৮+ সংকেত) স্ট্যাটাস
বেশি দেখা যায় শীত পড়লে।
আর গরম পড়লে, সবাই লাজ শরম
ভুলে নিউজফীডের জ্বর লাগিয়ে দেয়। এই
সময়টা রোমান্টিক স্ট্যাটাসের জন্য
মোটেও উপযোগী নয়। যদি কেউ
ভুলে রোমান্টিক স্ট্যাটাস দিয়েই দেয়
তবে তার অবস্থা ছ্যাড়াব্যাড়া।
গরম কাল রোমান্সের অন্যতম অন্তরায়

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪

গরমে বুদ্ধি গেছে বেড়ে


-তুমি দেখছি পেকে গেছো!
*আগে গরমে আম কাঠাল পাকতো। এখন গরম বেশি তাই মানুষও পেকে যাচ্ছে।
-এতো বুদ্ধি রাখো কোথায়?
*তাপে পদার্থের প্রসারণ হয়। আমার মগজও এই গরমে প্রসারিত হয়ে বেড়ে গেছে।
উফ গরম
তুমি মোরে করেছো বুদ্ধিমান,
আর চাইনা বুদ্ধি
এবার করো প্রস্থান।
এত্ত গরম ক্যারে?

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

একদল মানুষের প্রতি ঘৃনা বেড়েই চলছে


একদল মানুষের প্রতি ঘৃনা বেড়েই চলেছে। আমি জানিনা এই ঘৃনা টা কতদূর পর্যন্ত যাবে। সবসময়ই মনে হয় এদের কে সর্বোচ্চ ঘৃনা করছি। কিন্তু প্রতিবারই আমি ভুল প্রমানিত হই। ঘৃনাটা বেড়েই চলে এদের প্রতিটা ঘৃনিত কাজে। জানি না আর কতবার ভুল প্রমানিত হব। এরা ধর্মের নাম
নিয়ে ধর্ষণ হালাল করে, এরা ধর্মের নাম নিয়ে মানুষ হত্যা হালাল করে। এরা ধর্মের নাম নিয়ে কিছু না বুঝেই বলে, “আল্লাহর গজব পড়েছে, ঠিক হয়েছে মারা গিয়ে। পাপের ফল। হাবিজাবি”।
এগুলো নমুনা। বিস্তারিত বিষয় টা আরো ভয়ংকর্। যারা সাধারণ ধার্মিক তারা ধর্ম পালন করে, ধর্মকে নোংড়া করার চেষ্টা করে না। তারা ধর্মকে ধর্মের বিধান অনুযায়ী পালন করে, হয়ত কিছু অপূর্ণতা থাকে। কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করে না। ধর্ম ব্যবসায়ীরা ধর্মের সাথে নিজেদের স্বার্থ মিশিয়ে প্রতিমূহুর্তে মানুষ কে ধোকা দিয়ে যাচ্ছে।
AUST এর ভাইদের মৃত্যু নিয়ে একদলের
নোংড়া মনোভাব দেখে সত্যিই এদের
প্রতি ঘৃনা বেড়ে যাচ্ছে। নিজেদের
ধার্মিক জাহির করার জন্য মৃত ব্যক্তিদের
পাপী/ঠিক হয়েছে/আল্লাহর গজব
ইত্যাদী বলে নিজেদের সংকীর্ণতার
পরিচয় দিচ্ছে।
আসলেই ঘৃনার সর্বোচ্চ চূড়ায় ওঠা যায়
না। এটা শুধু বাড়তেই থাকে।
ঘৃনা বাড়া মানেই খারাপ
লাগা বেড়ে যাওয়া।

আমার মেকআপ যেন ঠিক থাকে


মেয়েটিকে ভূতে ধরার পর ভূত
বলেছিল,
“আমি তো ঘাড় মটকাবো”
-মেয়েটির জবাব ছিল,
“মারবে মারো, ঘাড় মটকাবে মটকাও।
কিন্তু
পুরো মেকআপ যেন ঠিক থাকে আমার…
নাহলে মরার পর ভূত হয়ে তোমার ঘাড়
মটকাবো।”

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট


ইংল্যান্ড ২০০৯ এ টি২০ ওয়ার্ল্ড কাপের হোস্ট ছিল। তারা পরবর্তী টি২০ ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ২০১০ টি২০ ওয়ার্ল্ড
কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ২০১০ এ টি২০ ওয়ার্ল্ড কাপের হোস্ট ছিল। তারা পরবর্তী টি২০ ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ২০১২ টি২০ ওয়ার্ল্ড
কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
শ্রীলঙ্কা ২০১২ এ টি২০ ওয়ার্ল্ড কাপের হোস্ট ছিল। তারা পরবর্তী টি২০ ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ২০১৪ টি২০ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ ২০১৪
টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হোস্ট।
বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।
[লেখাটি ০৬/০৪/২০১৪ এর]