This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

ওই ইভেন্ট খোল

-পাশা ভাই,  ওমুক পোলা আমারে থ্রেট দিছে।
--কি?? এত্তবড় সাহস! পাশার ভাইরে থ্রেট দিছে? ওই ইভেন্ট খোল।

-পাশা ভাই, ওমুক পোলা আমারে পিটাইছে।
--কি?? ওই ইভেন্ট খোল।

-পাশা ভাই, আপনের বইন ওমুক পোলার লগে ভাইগা গেছে।
--কি?? ওই ইভেন্ট লাগাস না ক্যারে??

-পাশা ভাই, চাচায় এক মুটকির লগে আপনার বিয়া ঠিক করছে।
--কি?? ওই ইভেন্ট খোল তাত্তাড়ি।

-আইজ আমাগো পাশা ভাই বউয়ের জাতায় মইরা গেলো :'( :'(
--ওই ইভেন্ট না খুইলা কান্দস ক্যারে? তাড়াতাড়ি ইভেন্ট খোল না ভাই :'(

সোমবার, ২৬ মে, ২০১৪

আমাদেরও কি নেপাল আর পাকিস্তানের মত পরিণতি হবে?

"আমি শুধু চেয়েছি তোমায়" সুপার ডুপার হিট। আর একারনেই কিছু চামচা মিডিয়া যৌথ প্রযোজনার পক্ষে সাফাই গাইছে। তারা কি জানেনা পাকিস্তান আর নেপালের পরিণতি? আমাদের সিনেমা তো তাও টিকে আছে। ভারতীয় সিনেমার গ্রাসে পাকিস্তান আর নেপালের সিনেমা যে ধ্বংস হয়ে গেছে এটা কি তাদের চোখে বাধে না? নাকি দাদাদের জলসা তে আমন্ত্রনের প্রতিদান স্বরূপ তারা চায় আমরাও নাম লেখাই পাকিস্তান আর নেপালের কাতারে?

সোমবার, ১৯ মে, ২০১৪

তেলাপোকা তেলাপোকা তেলাপোকা


বল্টু ঝকমকা ড্রেস পইরা কলেজের
বারান্দা দিয়া ক্লাসে যাইতাছে।
পাশে একটা সুন্দরী মাইয়াও বল্টুর
ঝকমকা ড্রেস দেখতে দেখতে যাইতাছে।
বল্টু মাইয়ারে কয়,
-
তেলাপোকা তেলাপোকা তেলাপোকা……
মাইয়া বল্টুরে কয়,
-তুই তুই তুই………
আর তখনই
মাইয়া একটা তেলাপোকা পাড়ায়া দিছে চিল্লানি।
বল্টু: আগেই কইছিলাম তেলাপোকা।
[মোরাল অফ দ্যা স্টোরি:
মাইয়াগো কইলে এক, বুঝে আরেক]

শনিবার, ১৭ মে, ২০১৪

যে যেমন রেজাল্ট করেছে তাকে সেটার জন্যই শুভেচ্ছা জানানো উচিত


ভাই থামেন। প্লাস পাওয়া সবাই কিন্তু
প্রশ্ন পাইয়া প্লাস পায়নাই যে তাদের
নিয়ে ট্রল করবেন। আপনাদের
কথাবার্তা শুইনা মনে হয় আগের আমলেই সব
মেধাবী ছিল, এখন প্রশ্ন ছাড়া কেউ
প্লাস পাইতে পারে না। বরং মেধাবীর
সংখ্যা আগের থেকে বেড়েছে। একটু জটিল
টাইপের ক্রিয়েটিভ প্রশ্ন শিক্ষকরাও সলভ
করতে হিমশিম খায়। যারা স্ট্যাটাস
দিচ্ছেন তাদের আমলে কিন্তু এই
ক্রিয়েটিভ প্রশ্ন ছিল না যেইগুলা সলভ
করে কিছু মেধাবী ঠিকই প্লাস
পেয়েছে।
আবার যারা প্লাস পায়নাই তাদের
উদ্দেশ্যে বলছেন প্রশ্ন পেয়েও প্লাস
পাওনাই? ছি ছি ছি।
ওই যে আগেই কইছি সবাই কিন্তু প্রশ্ন পায়
নাই। অযথা এইসব বলে মনোবল
ভেঙ্গে দেয়ার কোনো মানেই হয় না।
যে যেই রেজাল্ট করেছে তাকে সেটার
জন্যই শুভেচ্ছা জানান।

শুক্রবার, ১৬ মে, ২০১৪

দীপিকা বুঝলে খবর আছে


কোকাকোলার এক
বিজ্ঞাপনে দেখলাম
দীপিকা বলছে, “এহ আমার
গর্দানে কি দেখছো? বোতলের
গর্দানে আসল দাম লেখা আছে না!”
দীপিকা কি বুঝাইতে চাইছে সেইটা আমি বুঝতে চাই
নাই, কিন্তু
আমি যা বুঝছি তা দীপিকা বুঝলে খবর
খারাপ আছে

বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

এবারের ফুটবল বিশ্বকাপে আমাদের পাকিস্তান কে সাপোর্ট করা উচিত

এবারের ফুটবল বিশ্বকাপে আমি অবশ্যই
পাকিস্তানের সাপোর্টার।
তারা সবসময় “আন”প্যারা”ডিক”টু”বল” তাই
আমি শুধুই পাকিস্তানের সাপোর্টার।
আগে গ্যালারী তে পাকিস্তানের
পতাকা নিয়ে গিয়েছি এবার হয়ত
সেটা পারবো না। এবার ১০১হাত
লম্বা পাকিস্তানের পতাকা বানাবো।
যারা ব্রাজিল
আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করছেন,
তাদের ঈমান নিয়ে আমার সন্দেহ হয়।
মুসলিম হিসেবে আমাদের পাকিস্তান
কেই সাপোর্ট করা উচিত

রবিবার, ১১ মে, ২০১৪

জিহাদী ভাইয়েরা আসলেই জিনিয়াস


এক খ্রীস্টান ফ্রেন্ডের বাসায়
গিয়েছিলাম। ও পুরো বাসায় একাই
থাকে। ওর বাসায় যে জিনিস টা আমার
নজরে আসছিল বারবার তা হল প্রচুর বই।
বিভিন্ন ধরণের ধর্মীয় বই ছিল।
আমাকে জানালো তার
কাছে ১০৪খানা আসমানী কিতাবের সবই
আছে। আমিও বিভিন্ন বই
নাড়াচাড়া করছিলাম। হঠাত কিছু
জিহাদী বইয়ের দিকে নজর যাওয়ায় একটু
অবাক হলাম।
জিজ্ঞেস করলাম এ বই সে কোথায়
পেয়েছে। শিবিরের কিছু
ছেলে নাকি তাকে বই গুলো দিয়েছে।
বই গুলো তে নাকি অন্যধর্মানুসারী দের
ধরো আর কতল করো এই টাইপ কথাবার্তা।
আমিও বইটার দু তিন
টা পাতা উল্টিয়ে দেখলাম। যা বুঝলাম
এদের কাছে জিহাদ আর জঙ্গীবাদের
পার্থক্য খুব কমই। তবে আর যাই হোক,
শিবির কে নি:সন্দেহে ব্রেইনওয়াশের
কারিগর বলা যায়। তারা এমন
ভাবে ব্রেইনওয়াশ করে ছেড়ে দেয়
যা সত্যিই কল্পনাতীত।
জিহাদী ভাইয়েরা আসলেই জিনিয়াস।

শুক্রবার, ৯ মে, ২০১৪

পুলিশ না অ্যাম্বুলেন্স ডাকবো? )


-দেখো দেখো একটা চোর
এসেছে।
আমার বানানো নুডলস খেয়ে যাচ্ছে
:কোনটা আগে ডাকবো? পুলিশ
না অ্যাম্বুলেন্স?

বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

সবাই খালি এয়ারটেল এয়ারটেল করে


ভার্চুয়াল জগতে কারো কাছ থেকেই ফোন নাম্বার চাওয়া লাগেনি কখনো। ঘনিষ্ঠতা হওয়ার পর প্রয়োজনে অথবা বন্ধুত্বের খাতিরে অনেকেই নাম্বার চেয়ে নিয়েছে। আসল কথা ফোন নাম্বার চাইতে আমার একটু লজ্জাই লাগে সম্ভবত তাই বন্ধুটিকেই দায়িত্ব নিয়ে চাইতে হয়।
তো আমার ফোন নাম্বার দেয়ার পর প্রায় সবার অভিব্যক্তিই একই রকম, “তুমি জিপি ব্যবহার করো!!? এয়ারটেল নাই?” একেবারে বাচ্চাকাল থেইকা জিপি ব্যবহার করি। হালারা আমারে যে কত্ত বাঁশ দিছে তার ঠিক নাই। তবুও জিপি ছাড়িনাই। আর পোলাপাইন
খালি কয় এয়ারটেল নাই? এয়ারটেল নাই? এয়ারটেলের ভিত্রে কি আছে সেইটা আইজ পর্যন্ত বুঝলাম না। আমি বাদে প্রায় সবাইই এয়ারটেল ব্যবহার করে। এয়ারটেল একটা আছিল তয় দাঁত দিয়া কামড়াইয়া ভাইঙ্গা ফালাইছি। আর ভাইঙ্গা ফালানোর পরই
পোলাপাইনের বয়ান, “এয়ারটেল নাই
মিয়া?”
আমার পেটে কেউ এয়ার
ভইরা দে আসমানে উইড়া যাই

অনন্ত জলিলের হার্ট

অনন্ত: এই দেখো তোমার জন্য আমি আমার
হার্ট পর্যন্ত বের করে ফেলেছি
বর্ষা: ফাইজলামি করো?? হার্টের
ভিত্রে তোমার
ছবি ঢুকলো কেম্নে সেইটা কও?
আগে ছবি বাইর করো হার্ট টাও
মাশাআল্লাহ তেলতেইলা। টান দিতেই
বাইর হইয়া গ্যাছে

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

তোমাদের চোখে ভন্ড পীরের ভন্ডামী ধরা পড়ে না (


তোমাদের চোখে ভন্ড পীরের
ভন্ডামী ধরা পড়ে না।
তারা নিজেকে “আল্লাহও”
দাবি করে বসে (নাউজুবিল্লাহ)
স্বপ্নযোগে পেয়েছি বলে ভন্ডামি করে।
নবী রাসুলদের নামেও কটুক্তি করে।
শুধুমাত্র ভন্ডপীর সেজে হাজার হাজার
মানুষ কে ধোকা দিচ্ছে। তোমাদের
চোখে এসব পড়বে না। কারন
তারা তোমাদের মৌন সম্মতিতেই
ভন্ডামী করে যায়।
তোমরা মানতে চাও না উগ্র নাস্তিকের
চেয়ে এরাই বেশি ভয়ংকর্।
আসলে তোমাদের টার্গেট দেশপ্রেমিক।
ভন্ড পীর কে কি বলবে?
তোমরা নিজেরাই ভন্ড

দুটি অনাকাঙ্খিত মূহুর্ত


দুটি অনাকাঙ্খিত মূহুর্ত।
মূহুর্ত ১
*আই লাভ ইউ
-আই লাভ ইউ টু
*আই লাভ ইউ থ্রি ফোর মোর
-আমি বেশি ভালোবাসি
*না না আমি বেশি ভালোবাসি
-আচ্ছা যাও তুমিই বেশি ভালোবাসো
*তুমি কম ভালোবাসো কেন? তুমি পঁচা।
যাও তোমার সাথে ঝগড়া।
কথা বলবানা।
এইডা কিছু হইলো? কুন দিকে যামু?
মূহুর্ত ২
-সরি ভাইয়া প্লিজ
কথা বলো
*ইটস ওকে আপু
-আপু বললা ক্যান? :@ কথা বলবানা আমার
সাথে
ফিলিং: এইডা কিছু হইল?

রবিবার, ৪ মে, ২০১৪

চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে কথাটা নিয়ে সবাই সীমাছাড়া ফাইজলামি করছে


“চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে” কথাটা নিয়ে মানুষ ফান করা আরম্ভ করেছে >_< ।
একটা কিছু হলেই আজগুবি স্ট্যাটাস
দিয়ে বসে "চলে যাচ্ছি নেটওয়ার্কের
বাইরে", কোথাও বেড়াতে গেলেও
স্ট্যাটাস দেয়,
"চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে"
ফাইজলামির একটা সীমা থাকা উচিত।
এই কথাটা লিখে স্ট্যাটাস
দেয়া মানে সাব্বির ভাইয়ের মৃত্যু
কে উপহাস করা। নূন্যতম কমনসেন্স থাকলেই
বোঝা যায় এই জাতীয় স্ট্যাটাস
কতটা ব্যাঙ্গাত্বক। যেন
"মাইরালা আমারে মাইরালা" টাইপের
একটা সরকারি ফানি উক্তি এটা তাই
সবাই এটা লিখে স্ট্যাটাস দিতে হবে।
কোন বোধ নিয়ে এই জাতীয় স্ট্যাটাস
দেয় সেটাই আমার মাথায় ঢোকে না