শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

গার্লফ্রেন্ডের টাকা মারা


প্রশ্ন: আমার গার্লফ্রেন্ড আমারে ১০.০০০ টাকা দিচে এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে কিন্তু আমি টাকা গুলা দিতে চাইনা মেরে খেতে চাই কি করব ?
উত্তর:
আপনি টাকা গুলো মেরে খেতে চান। টাকার তো প্রান নেই তাই মারার প্রয়োজন পড়ছে না। আপনি ওগুলো কুচি কুচি করে ছোট ছোট টুকরো করুন। তারপর চায়ের সাথে মুড়ির বিকল্প হিসেবে খান। এর মাঝে কোনো কয়েন থাকলে বিপদ। এবার কিছু কথা বলি।
ভালোবাসা কি এতোটাই কর্পোরেট হয়ে গেছে? হ্যা ব্রেক আপ হতেই পারে এটা স্বাভাবিক। তাই বলে টাকা মেরে খাওয়ার প্রশ্ন আসছে কেন? ধরে নিলাম সে আপনার সাথে প্রতারনা করেছে। তাহলে টাকাটা তার মুখের উপর ছুড়ে দিয়ে সাবজেক্ট ক্লোজ করাই কি বেটার ছিল না? আপন হয়তো এই টাকা মারা টাকে স্বার্থকতা ভাবছেন। কিন্তু আসলেই কি এটা স্বার্থকতা? আচ্ছা সম্পর্ক গুলো কি তাহলে আর্থিক আর দৈহিক চাহিদা মেটানোর জন্য?
এটা কি প্রতারনা করার সবচেয়ে বড়
প্লাটফর্ম? আচ্ছা টাকাটা যা ইচ্ছা করুন। আপনি নিশ্চয়ই আরো রিলেশনে জড়াবেন। সেখান থেকে হয়ত আরো বড় দান মারবেন। কিন্তু আপনিই যে এর চেয়ে বড় ধোকার শিকার হবেন না তার কি গ্যারান্টি আছে?
প্রেম করা হয় ভালোবাসার জন্য, প্রতারনার জন্য নয়। ব্রেক আপ হতেই পারে। সেখানেই সব স্টপ করা যায়।

ফেসবুকে এই পোস্ট

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন