প্রশ্ন: আমার গার্লফ্রেন্ড আমারে ১০.০০০ টাকা দিচে এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে কিন্তু আমি টাকা গুলা দিতে চাইনা মেরে খেতে চাই কি করব ?
উত্তর:
আপনি টাকা গুলো মেরে খেতে চান। টাকার তো প্রান নেই তাই মারার প্রয়োজন পড়ছে না। আপনি ওগুলো কুচি কুচি করে ছোট ছোট টুকরো করুন। তারপর চায়ের সাথে মুড়ির বিকল্প হিসেবে খান। এর মাঝে কোনো কয়েন থাকলে বিপদ। এবার কিছু কথা বলি।
ভালোবাসা কি এতোটাই কর্পোরেট হয়ে গেছে? হ্যা ব্রেক আপ হতেই পারে এটা স্বাভাবিক। তাই বলে টাকা মেরে খাওয়ার প্রশ্ন আসছে কেন? ধরে নিলাম সে আপনার সাথে প্রতারনা করেছে। তাহলে টাকাটা তার মুখের উপর ছুড়ে...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩
শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
নির্দয় সময়
-তুই খারাপ
:তুই তুই তুই খারাপ
-যা বলবি তার চেয়ে তুই এক
বেশি খারাপ
:যা বলবি তার চেয়ে তুই এক লক্ষ হাজার
ডাবল ডাবল কোটি দুইশো পাঁচশো লাখ
হাজার কোটি কোটি খারাপ
দুই পিচ্চির
কথোপকথনে হাসি আটকে রাখতে পারিনি।
চলে গিয়েছিলাম ফ্ল্যাশ ব্যাকে ।
হারিয়ে গেছে হিসাব
না জানা বেহিসেবি দিনগুলো। এখন
হিসাবের যাতাকলে আমরা পিষ্ট।
সময় গুলো নির্দয় ভাবে চলে গিয়েছে।
কামের ঘরে ক্রোধের হাণা;
উপহাসের চাবুক ছুঁড়ে নির্দয় সময় !
সময় বড়ই নির্দয়
ফেসবুকে এই পোস...
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩
বৃত্ত
বৃত্ত কি কখনো উপবৃত্ত হয়?
নাকি মাঝে মাঝে অপবৃত্ত
হয়ে যায়?
আচ্ছা অধিবৃত্ত হলেও তো মন্দ হয়না!
বৃত্তের পরিধিতে খাই ঘুরপাক,
কেন্দ্রে যেতে দেয়না ব্যসার্ধ
ফেসবুকে এই পোস...
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩
রবি ৩জি বিজ্ঞাপন
রবির ৩.৫ জির বিজ্ঞাপন
টা সত্যিই অসাধারণ। অনেক
পজেটিভ ধারনা নিয়ে বিজ্ঞাপন
টা তৈরী। অনেক অধরা স্বপ্ন বাস্তব
হিসেবে ধরা দিয়েছে এই বিজ্ঞাপনে।
বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এই স্বপ্ন
আমারো, অলিম্পিকে সোনা জিতবে এই
স্বপ্ন আমারো, অস্কার জিতবে এই স্বপ্ন
আমারো, চাঁদে যাবে আমাদের রোবট,
হ্যা এটাও আমার স্বপ্ন। আমার মত
অনেকেরই স্বপ্ন। এই স্বপ্ন
গুলোকে নিয়ে হাসাহাসি করার
মানুষও অনেক। স্বপ্নগুলোকে পিছু
টেনে ধরে আরও তিনপা পিছিয়ে দেয়ার
মানুষও অনেক। আমরা বিনোদন প্রবন
জাতি, তাই খুব হাসতে জানি
ফেসবুকে এই পোস...
বুধবার, ৯ অক্টোবর, ২০১৩
চটিকথন
Tselim Rezaa
লক্ষ্য করলাম
বাংলা ডিজিটাল
চটি পেজে আপনার লাইক দেয়া ।
আপনি যদি পেজ টাতে আনলাইক
করতে চান তবে জানাবেন
Yesterday at 10: 22pm
Minhaz Rahman
Ami konta like dibo ar konta unlike dibo
apnake janabo keno ?
1 hour ago · Sent from Mobile
Tselim Rezaa
ওই মিয়া,
চটি পড়তে ভালো লাগলে চটিবাজদের
রিকু দেন , সাধারন মানুষ কে রিকু
দিছেন ক্যান ? আপনাদের চটির
বাড়ি দেয়া উচিত
Just now
।
।
অনেকেই নিজের অজান্তে কিংবা প্রথম
প্রথম কৌতুহলী হয়ে পেজ গুলোতে লাইক
দিতেই পারে । পরে হয়ত আনলাইক করার
কথা ভুলে যেতে পারে । তাই এই মেসেজ
টা বেশ কয়েকজন কে দিয়েছি ।...
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩
এলোমেলো কথা
এতদিন পর জানলাম ২৪:০০
টা বাজা কখনোই সম্ভব নয় । তাই সবাই
সবার বারোটা বাজাতে চায় ।
তেরো , চৌদ্দ কিংবা তেইশ টাও
বাজানো যেত । এক্ষেত্রে এ এম পি এম
এর ঝামেলা থাকতো না । এরপর কেউ
বারোটা বাজাতে চাইলে এএম
না পিএম তা জিজ্ঞেস করে নেব । পিএম
এর সৌরতাপে বারোটা বাজানোর
চেয়ে এ এম এ টক
শো টেবিলে বারোটা বাজানো বেশি ভয়ংকর
এবং বিনোদন মুলক
ফেসবুকে এই পোস্ট...
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩
জোকস
একটা জোক প্রায়ই দেখি।
[২০২০ সাল- পোলাগো লেইগা দুঃখের
দিন
মেয়েঃ দেখ দেখ কি আইটেম যাচ্ছে।
হেব্বি জোশ। ওই ছেমড়া এদিকে আয়।
তোর নাম্বার টা কি?
ছেলেঃ আপুনি, যান কি বলতেছেন?
আপনার ঘরে বাপ ভাই নাই?
মেয়েঃ বাপ ভাই তো আছে মাগার
তোর মত আইটেম নাই।
(এনবিঃ কি কমু যা দিনকাল
আইছে তাতে ২০২০ সালের আগেই
বিয়া কইরা হালাইতে হইব)]
তৃতীয় বন্ধনীর ভিতর জোক টা। এখন আমার
প্রশ্ন, যারা এই জোক টা বলেন
তারা কি ভাবেন ২০২০ সালের সময় সব
ছেলে মিউ মিউ
হয়ে যাবে যে মেয়েদের দেখে এমন
টা করবে? ভাইরে জোক টা জোকের
ভিতরই থাক তাই বলে প্রথম বন্ধনীর
ডায়ালগ টা দিয়েন না। এতে “??”
প্রমানিত...
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
ইন্ডিয়ান সিরিয়াল
ইন্ডিয়ান সিরিয়াল হল
ইলাস্টিকের মত .।
এর ইলাস্টিসিটি পৃথিবীর
সবথেকে পাওয়ারফুল .। এই ইলাস্টিক
দিয়েই কতিপয়
ঢিলা প্রজাতি কে বেধে রাখা হয় .।
ফেসবুকে এই পোস...
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩
ভালোবাসা দিবস ১৪ডিসেম্বর : -P
হাইস্কুলে থাকাকালীন একটি ঘটনা।
একবার পরিদর্শক এসে ষষ্ঠ শ্রেনীর
মেয়েদের জিজ্ঞেস করেছিল “১৪
ডিসেম্বর কি দিবস?’
সবাই একসাথে জবাব দিয়েছিল “বিশ্ব
ভালবাসা দিবস”
ভালবাসা আজ পিচ্চিদের
রন্ধ্রে রন্ধ্রে ছিল। আফসোস হল ওই
পিচ্চিদের ভিতর
এতো ভালোবাসা ছিল অথচ আমার জন্য
কেউ ছিলনা। এখন কলেজে উঠে গেলাম,
আজও ফাকা কাউকে পেলাম না
ফেসবুকে এই পোস...
বুধবার, ২৮ আগস্ট, ২০১৩
বন্ধুত্ব
অধিকাংশ বন্ধুত্বের ক্ষেত্রে সবচেয়ে মধুর সময়টুকু হল মাঝের সময় । কিছু ক্ষেত্রে মাঝের সময়টা দীর্ঘস্থায়ী , কিছু ক্ষেত্রে ক্ষণস্থায়ী , কিছু ক্ষেত্রে মাঝের কোনো সময়ই নেই । যে বন্ধুত্বে মাঝের কোনো সময় নেই
সেটা ভেঙ্গে গেলে কোনো আফসোস থাকেনা । ভালো বন্ধুত্ব গুলোই বেশি কষ্ট দেয়
ফেসবুকে এই পোস্ট...
বুধবার, ১৪ আগস্ট, ২০১৩
নারী কে বিষাক্ত সাপের সাথে তুলনা
“এক একটি মেয়ে একটি বিষধর সাপের
চেয়েও বিষাক্ত” ফেবু তে প্রায়ই এই ধরনের ছবি ঘুরতে ফিরতে দেখি। আচ্ছা ভাইয়েরা এই ধরনের ছবি দিয়ে কি প্রমান করতে চান? দুনিয়ার সব সাপ কি আপনারে এক বারে ছোবল মারছে? নাকি আপনার এলাকার সব মেয়ের কাছে ছোবল খাইছেন? নাকি আপনার মা বোন কেও আপনি বিষধর সাপের কাতারে রাখেন । আচ্ছা মানলাম সব মেয়েই আপ্নারে ছোবল দিছে,
আপ্নে কাউরে দেন নাই। কিন্তু আপনার আশেপাশেই অনেক ছেলে আছে যারা হায়েনার চেয়েও হিংস্র । ভাইরে ভালো মন্দ সব জায়গায় আছে। সমাজে অনেক ভাল মেয়ে আছে যাদের আপনি সাপ বলতে পারেন না। আবার অনেক ছেলে আছে যারা হায়েনা নয়।...
রবিবার, ৩০ জুন, ২০১৩
নামের বাহার
ফেবুতে একেক সময় একেক আজিব আজিব নাম দেখে মাঝে মাঝেই অবাক হওয়া লাগে। কখনো কখনো নামের দিকে তাকিয়ে না হেসে পারা যায়ন এই যেমন আজকে চোখে বাধল পায়খানার বদনা নামের একটা আইডি। এমন অনেক মজাদার নাম গুলো ভালই মজা দেয়। আমার ফ্রেন্ড লিস্টের কিছু নাম তুলে ধরছি
# ময়লা বাবা-
ইনি ময়লা কোম্পানিতে কাজ করেন।
তার কাছে ময়লার কততুকু মজুদ
আছে তা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়।
# অচিকীর্ষু লৌকিক- ছোট্ট
মাথা দিয়া এই নামের অর্থ বাইর
করতে পারিনাই।
# আম্বিয়ার জামাই মন্তু-
আব্বে টুনিরে ছ্যাকা দিয়া আম্বিয়ার
লগে মজা লইতাছস?
# এদিকে আসুন-
জ্বী আসছি। খাওন রেডি করেন
#...
মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩
বাংলা ফেসবুক
ফেসবুকে এখন অনেকেই বাংলায় স্ট্যাটাস দেন। এটা দেখে ভাল লাগে যে দিন দিন বাংলা স্ট্যাটাস প্রদানকারীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে যাদের প্রোফাইল নেম বাংলা তাদের অধিকাংশই বাংলায় স্ট্যাটাস দিয়ে থাকেন। যাদের প্রোফাইল নেম বাংলা তাদের কে সহজেই খুজে পাব এবং তাদের লেখা গুলো পড়তে পারব। কিন্তু আমার মত যাদের প্রোফাইল নেম ইংরেজি এবং স্ট্যাটাস দেন বাংলায় তাদের খুজে পাওয়া একটু কষ্টকর। যারা বাংলায় স্ট্যাটাস দেন তাদের কে চিনে রাখতে চাই। আশা করি তারা সারা দেবেন। আসুন সবাই মিলে একটি সুন্দর বাংলা ফেসবুক কমিউনিটি গড়ে তুলি।
এই পোস্টের ফেসবুক লিঙ্ক...
শনিবার, ১৫ জুন, ২০১৩
আবাল
ওরে আমারে ধর| moni meherpur kushtia moni নামে এক আবুল স্ট্যাটাস দিছে “ফ্রেন্ডস প্লিজ আমাকে রিকুয়েস্ট পাঠাও| আমার গার্লফ্রেন্ডের ফাদার বলেছে আমি যদি ৭ দিনের ভিতর ফেসবুকে ১০০০ ফ্রেন্ড বানাতে না পারি তবে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেনা| প্লিজ আমাকে রিকুয়েস্ট পাঠিয়ে আমাকে বিয়ে করতে হেল্প কর|” একটা কমেন্ট বসিয়ে আসলাম
“গাঁজার দাম কি কমে গেছে?” আমি বুঝিনা এইসব মফিজ টাকলা কইত্তে আসে| হাত নিশপিশ করছে
এই পোস্টের ফেসবুক লিঙ্ক...
মঙ্গলবার, ১১ জুন, ২০১৩
ফ্রেন্ড রিকুয়েস্ট
প্রথম দৃশ্য
সিরিয়াল কিলার লাইকস ইওর স্ট্যাটাস|
সিরিয়াল কিলার লাইকস ইওর ফটো|
সিরিয়াল কিলার ফলোওস ইউ|
সিরিয়াল কিলার ওয়ান্টস টু বি ইওর ফ্রেন্ড|
কিলার মামু, সিরিয়ালে কি এইবার
আমি? ক্যান আমার পিলার
ধইরা নাড়াচাড়া করতেছেন?
আমি তো ভয় খাইছি
দ্বিতীয় দৃশ্য
অশুভ আত্মা ওয়ান্টস টু বি ইওর ফ্রেন্ড|
এরে কি বাইন্দা কবরে ঢুকাইয়া দিমু?
নাকি মুন্নি সাহার লগে বিয়া দিমু? সব
কয়ডা অলক্ষুনে আইছে আমার কাছে|
এই পোস্টের ফেসবুক লিঙ্ক...
বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩
সিনেমা হল
সিনেমা হলে জাতীয় সংগীত
বাজছে ।
একা দাড়িয়েছিলাম । আমার
দেখাদেখি একে একে সবাই
উঠে দাড়ালো । ফিলিং অন্যরকম
ফেসবুকে এই পোস্ট...
সেধে বাঁশ
হঠাৎই একটা স্ট্যাটাসে চোখ
আটকে গেল| *গার্লস আমাকে প্রপোজ
করবেনা| GF নেই মানে এই নয়
যে তোমাদের সাথে প্রেম করব*
সেখানে কমেন্টগুলো ছিল-*ওয়াক থু*
*নিজের চেহারা দেখেছিস আয়নায়*
*পেত্নীও তোরে প্রপোজ করতে ভয়
পাবে* *টয়লেট কোথাকার* *তুইকি গে*
উল্লেখ্য তার টাইমলাইনে জঞ্জাল
বেষ্টিত GD MRNING/N8 ছাড়া কিছু নেই
আর ছবিগুলো ছিল ময়দা মাখানো ফেস
উইথ দেবের বডি| পুরাই ভচ আরিপ খান|
কি দরকার ছিল সেধে বাঁশ নেয়ার?
ফেসবু...
মঙ্গলবার, ২১ মে, ২০১৩
আশিকি ২
মেয়েটার চুলগুলো কোকড়ানো ছিলো| চোখগুলো খুব চঞ্চল| ডান গালের ছোট তিল টা কলম দিয়ে একে আরো বড় করে দিতাম| ওর সাথে আমার শেষ দেখা হয়েছিলো ৯বছর আগে| আমরা একই ক্লাসে পড়তাম| এখন ও আমার নিচে পড়ে| আমি ঢাকা থেকে চলে আসার পর আর দেখা হয়নি| কোনদিন ভাবিনি ক্লাস 2 এর বন্ধু কে খুজে পাব| কিছুদিন আগে তাকে ফেবুতে পেলাম| আমার ফোন নাম্বার নিল আর কল দিয়ে বলল
“এই তুই আশিকি ২ দেখেছিস?”
.
কেউ কি আশিকি মানে জানেন? ২
মানে জানি
ফেসবুকে এই পোস...
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)