সাকিব বলেছিল খুব বেশি আশা না করতে। আমিও তাই খুব বেশি আশা করিনি। এত সুন্দর ক্যাপ্টেন্সী আশা করিনি, এত সুন্দর
ফিল্ডিং আশা করিনি, এত সুন্দর ব্যাটিং আশা করিনি। কথা রেখেছি সাকিব। টিমের জন্য মধ্যাঙ্গুলী বা বৃদ্ধাঙ্গুলী কেউ
দেবে না, কারন তোমরা জানো একটা চারের জন্য আমরা তোমাদের সাপোর্ট করে যাবো। একটা ছয়ের জন্য সাপোর্ট করে যাবো। শুধু মাঠে নামার জন্যও সাপোর্ট করে যাবো। কথা দিচ্ছি আর আশা করবো না। শুধু সাপোর্ট করে যাবো।
আজ বুঝলাম কষ্টেরও সর্বোচ্চ সীমা থাকে। আমি কষ্টের সর্বোচ্চ চূড়ায় আছি...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
সোমবার, ১৭ মার্চ, ২০১৪
হুদাই বচন -৬
১|
আব্দুর রেহমান এর আজকের বোলিং ফিগার ০-০-৮-০. কেউ আমারে ক্যালকুলেশন কইরা ওর ইকোনোমি রেট বাইর কইরা দিবার পারবেন ? জলিল চা তুমি কুতায়?
২|
আব্দুর রেহমান ক্রিকেটে লাল কার্ড পাইছে। খিকজ
৩|
বালিকারা বিজয় বিজয় করিয়া লাভ নাই। বিজয় ইন্টার মিডিয়েটে থাকাকালীনই পালিয়ে বিয়ে করেছে। তার একটা মেয়ে আছে। সো অন্য দিকে দেখাই ভালো
৪|
তুমি তো ফোন দিয়েই কান্না শুরু করলে।
জানোই তো প্রিয়জনের কান্না খুব কষ্ট দেয়। আমি কাদতে পারিনা। কষ্টগুলো বুকের মাঝেই দলা পেকে আছে। তুমি কাদো। আমার হয়ে নাহয় একটু বেশিই কাদো। আমরা জিতবো। পাকিস্তানের সাথেই জিতবো। সেদিন জিতেই...
মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪
হুদাই বচন -৫
১|
মেয়ে তুমি কার সাথে ঘুরোওও তার পকেট কি আমাআআর চেয়ে বড়
২|
একসাথে ২-৩টা রিয়েল বউ রাখা গেলে আমি কেন ৩-৪ টা রিয়েল গার্লফ্রেন্ড রাখতে পারবো না?
মাননীয় স্পিকার উত্তর দ্যান উত্তর দ্যান? :3 :3
৩|
সাকিব তো অজায়গায় হাত দিয়ে শাস্তি পাইছিল। এখন পুরো দল যে আফগানিস্তানের সামনে লেংটা হইলো এইটার কি শাস্তি? দ্যান বিচিবি জবাব দ্যান
৪|
*আই লাভ ইউ
-আই লাভ ইউ টু
*আই লাভ ইউ থ্রি ফোর মোর
-আমি বেশি ভালোবাসি
*না না আমি বেশি ভালোবাসি
-আচ্ছা যাও তুমিই বেশি ভালোবাসো
*তুমি কম ভালোবাসো কেন? তুমি পঁচা।
যাও তোমার সাথে ঝগড়া।
কথা বলবানা।
এইডা কিছু হইলো? কুন দিকে ...
রবিবার, ৯ মার্চ, ২০১৪
হুদাই বচন -৪
১|
আমার ব্রেকআপের জন্য গ্রামীণফোনের
কচ্ছপ গতির নেট স্পীডই দায়ী থাকবে।.গ্রামীণফোন রে গ্রাম ছাড়া করুম
২|
আপনি চরম লেভেলের ভাগ্যবান না হয়ে যদি মোটামুটি ভাগ্যবান হোন তবে মেয়েরা আপনার উপর ক্রাশ খাবে, ইশারা ইঙ্গিতে আপনার প্রতি তার দূর্বলতা, ভালোবাসা, অধিকার প্রকাশ করবে। বাকি কাজ টুকু আপনাকেই করে নিতে হবে।
৩|
লাইফে কত মেয়েই আমার ফোন নাম্বার নিলো, কিন্তু নিজের গার্লফ্রেন্ড এর কাছেই নাম্বার চাওয়া লাগছিল X( নাম্বার চাইয়াও সেভ করিনাই। :v
এখন সে ফোন দিলেই প্রত্যেকবার জিগাইয়া লই কে বলছেন। আমারে নাম্বার চাওয়াইছে, এইটুকু প্যারা তো দিমুই
৪|
মশা নাকি...
শনিবার, ৮ মার্চ, ২০১৪
হুদাই বচন -৩
১|
-সরি ভাইয়া :-/ প্লিজ কথা বলো
*ইটস ওকে আপু
-আপু বললা ক্যান? >_< কথা বলবানা আমার সাথে
ফিলিং: এইডা কিছু হইল?
২|
হঠাত করে রিংটোনের শব্দে ঘুম ভেঙ্গে গেল। রিংটোন টা আবার ভন ভন। ভাবলাম এইটা দিলো ক্যাডা? পরে দেহী একটা মশা। খাড়া তোরে ডাম্বল দিয়া পিটাইতাছি
৩|
চাপাবাজিরও একটা লিমিট আছে, আমি সেই লিমিট মানিনা
৪|
ফ্রীজ থেইকা ডিম বাইর কইরা বোলিং প্র্যাক্টিস করতেছিলাম। ইয়োর্কা দিতে গিয়াই
তো আকাম ডা করলাম। ডিমের খোসা মজবুত না ...
শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
হুদাই বচন - ২
১|
আজকালকার পিচ্চি মেয়েগুলো বেশি ডেঞ্জারাস ইনবক্সে “কিস” এর ইমো দিয়ে বলে কিস ব্যাক করো। আর আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কিস করবানা। বাপ্রে বাপ এইগুলা “কিস” চিনলো কেম্নে সেইটায় আমার কাছে রহস্য। আবার কয় কিস ব্যাক!!!
২|
সাকিব তো বোর্ড ও জাতির কাছে পানিশমেন্ট পাইলো। ওর বউ কোনো পানিশমেন্ট দেয় নাই? না মানে জনসম্মুখে এ কীর্তির জন্য যেকোনো বউ পানিশমেন্ট দিতেই পারে
৩|
কিছু পোলাপাইন বেশি ভাব মারতে গিয়া কয়, “আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই” বা “আই হেইট গার্লস” এইগুলার জন্য করুনা হয়
৪|
আপনি চরম লেভেলের ভাগ্যবান না হয়ে যদি মোটামুটি ভাগ্যবান...
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪
বাবু একটা কবিতা শোনাবে প্লিজ?
*বাবু একটা গান শোনাবে প্লিজ?
-আমি তো গাইতে পারি না বাবু
*আচ্ছা কবিতা হলেও চলবে।
-ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা,
ঐখানেতে বাস করে কানা বগীর ছা। ও
বগী তুই খাস কি? পান্তা ভাত চাস কি?
পান্তা আমি খাইনা, পুটি মাছ পাইনা।
একটা যদি পাই, ওমনি ধরে গাপুস গুপুস
খ...
হুদাই বচন - ১
১|
ভ্যালেন্টাইনস ডে চইলা আইলো। ভাবতেছি কালকে একটা বান্ধবীরে গার্লফ্রেন্ড বানামু। মানে বান্ধবীর বিএফ এলাকায় থাকে না। তাই ওর লগেই ঘুরুম। মাইনষের সামনে গার্লফ্রেন্ড কইয়াই পরিচয় দিমু
২|
প্রিয়তমা, একটা ভ্যালেন্টাইনস ডে পালন না করলে কিছুই হবে না। তোমার জন্য প্রতিটা দিনকেই ভ্যালেন্টাইনস ডে বানিয়ে ফেলতে পারি। তার চেয়ে বরং চলো নাসির হোসাইন কে শুভেচ্ছা জানাই। ভ্যালেন্টাইনস
ডে’র না। জন্মদিনের। শুভ জন্মদিন নাসির ভাই। তাড়াতাড়ি বিয়া করেন। সাকিব তামিম মুশি যাওয়ার পর আপনেই…
৩|
কারো ফাগুন মাস
কারো আছোলা বাঁশ,
কারো ভ্যালেন্টাইন
কারো বালেন্টাইন
৪|
সাকিব
টিভিতে...
বুধবার, ৫ মার্চ, ২০১৪
তবুও স্বপ্ন দেখবো
যতবারই স্বপ্ন ভাঙ্গুক আমরা বেহায়ার মত সমর্থন দিয়ে যাবো। ছি বেহায়া বললাম কেন? এটা ভালোবাসা। স্বপ্ন এর আগেও অনেকবার ভেঙ্গেছে, সেই স্বপ্ন কে জোড়া লাগিয়ে আমরা হাওয়ায় ভেসেছে। ২০১১ বিশ্বকাপ টা খারাপ গিয়েছিল, তারপরও
আমরা ভালো খেলেছিলাম। টানা হারের বৃত্তে থেকে গত ম্যাচে দারুন ব্যাটিং হয়েছে। শুধু একটি বার জয়ের ধারায় ফিরতে চাই।
তারপর সব সূদে আসলে তুলে নেবো। যখন
জিতবো তখন হারতে ভুলে যাবো। আপাতত স্বপ্ন দেখে যাবো তবে প্রকাশ করবো না। আমরা রাগ করেছি, তবে ভালোবাসা কমিয়ে দেইনি। ভালো খেলে আমাদের রাগ ভাঙ্গাও।
আমাদের আনন্দিত করো। আমাদের অভিমান টেম্পোরারি,...
শনিবার, ১ মার্চ, ২০১৪
আফগানিস্থান কোনো চুদুর বুদুর টিম না
আফগানিস্থান কোনো চুদুর বুদুর
টিম না।
এই দলের অনেক বোলার
খেলোয়াড়ি জীবনে আসার
আগে হাতে গ্রেনেড ধরেছিল। এই দলের
অনেক ব্যাটসম্যান আগে স্টেনগান
নিয়ে তালেবান দের বিরুদ্ধে যুদ্ধ
করেছিল। এই দলটাই মাঝ
বিরতি তে মাঠে নামাজ আদায় করে। এই
দৃশ্যটা সত্যিই অনেক সুন্দর্। এই টিম
টা জয়ের পর সাধারন ভাবে মাঠ
ছেড়েছে। অল্প দিনে দারুন
উন্নতি করেছে। নিউজ ফীডে তাদের
দুইটা ম্যাচে অনেক কে তালেবান
বলতে দেখেছি। তারা প্লিজ এবার অফ
যাবেন? কি কারনে তাদের তালেবান
বলছেন? আপনারা কি জানেন আফগান
রা বাংলাদেশ টিম
কে কতটা ভালোবাসে? তাদের প্লেয়ার
দের বিপিএল এ সুযোগ করে দেয়াতেই
তারা...
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)