This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

রবিবার, ৩০ জুন, ২০১৩

নামের বাহার


ফেবুতে একেক সময় একেক আজিব আজিব নাম দেখে মাঝে মাঝেই অবাক হওয়া লাগে। কখনো কখনো নামের দিকে তাকিয়ে না হেসে পারা যায়ন এই যেমন আজকে চোখে বাধল পায়খানার বদনা নামের একটা আইডি। এমন অনেক মজাদার নাম গুলো ভালই মজা দেয়। আমার ফ্রেন্ড লিস্টের কিছু নাম তুলে ধরছি
# ময়লা বাবা-
ইনি ময়লা কোম্পানিতে কাজ করেন।
তার কাছে ময়লার কততুকু মজুদ
আছে তা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়।
# অচিকীর্ষু লৌকিক- ছোট্ট
মাথা দিয়া এই নামের অর্থ বাইর
করতে পারিনাই।
# আম্বিয়ার জামাই মন্তু-
আব্বে টুনিরে ছ্যাকা দিয়া আম্বিয়ার
লগে মজা লইতাছস?
# এদিকে আসুন-
জ্বী আসছি। খাওন রেডি করেন
# একজন শুন্য মামু- ইনিও জাতির মামু
তবে মূল্য নাই, শুন্য।
# কষ্টের মাঝে বেচে আছি-
ইনারে কেও পেইন কিলার খাওয়া
# কৃষক আমি এই বাংলার- ওই মিয়া ফেবু
তে কি করেন?
# গোল আলুর ব্যাসার্ধ- মামা ব্যাসার্ধ
ডা কি জানাইবেন? কতদিন ধইরা ওয়েট
করতেছি
# চাঁদ হীন আকাশ- পুরাই অমাবশ্যা
# তালত ভাই- এইডার
মানে আমি জানিনা
# নিষ্পাপ ড্রাকুলা- এই খান
যদি নিষ্পাপ
হয় তাইলে পাপী কেডা? সারাদিন
মেহজাবিন রে লাইন মারে
# পথহারা নাহিদ- সময় থাকতে পথ
খুইজা বাইর করেন।
# পীথাগোরাসের প্রেমপাদ্য-
পীথাগোরাসের উপপাদ্যর
বদলে এইটা ইনক্লুড করা হোক
# ফারাও রাজা তুতেন খামেন- কেও
মিশরে গিয়া দেইখা আয়।
এইডা ফেবুতে আইসা বড্ড জালাইতাছে
# ফেক আইডি- এত আইডি ডিজেবল হয়
আপনের ডা হয় না?
# বঙ্গ মামু- সবার মামু। ইনারে জাতিয়
মামু ঘোষণা করা হোক।
# বেনসনের প্যাকেট- সিগারেটের দাম
বাইড়া গেছে। প্যাকেট লইয়াই ঘুরন
লাগব
# ভূতের গুপ্তচর- আগে থাকতে সাবধান হন।
কবে ভূতের ছ্যাকা খাইবেন
# মস্তিষ্ক প্রক্ষালক- এত জটিল নাম পান
কই?
# মহারাজ মহারাজ- রানই বিহীন
রাজা মনে লয়। তাই মহারাজ দুই বার
# মুখোশের অন্তরালে- অনেক হইছে।
এইবার মুখটা দেখান
# রুপকথার জ্বীন- জুকার দেখি জ্বীন গোও
ফেবুতে ঢুকবার দিছে। হালায়
তো ভালাই লোভী
# সাদা কাঁক- কাঁক
তুমি সাদা হইলা কেমনে?
# সাবান বাবা-
বাবা তো সস্তা আছিল।
সাবানও কি সস্তা হইয়া গেল?
# স্টপ ওয়াচ- তাইতো কই সরল দোলকের
দোলনকাল নির্ণয়ের সময় তুমি কই
আছিলা?
# স্যাম্পেইন বাবা- মাতাল আস্ত মাতাল
এমন আরো কত আজিব আজিব নাম
আপনাদের ফ্রেন্ড লিস্টেও আছে।
আমারও # বিকল কপোট্রন নামে একখান
আছে
আরও কত নতুন নতুন নাম দেখব আল্লাহই
জানেন
ফেসবুকে এই পোস্ট

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

বাংলা ফেসবুক

ফেসবুকে এখন অনেকেই বাংলায় স্ট্যাটাস দেন। এটা দেখে ভাল লাগে যে দিন দিন বাংলা স্ট্যাটাস প্রদানকারীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে যাদের প্রোফাইল নেম বাংলা তাদের অধিকাংশই বাংলায় স্ট্যাটাস দিয়ে থাকেন। যাদের প্রোফাইল নেম বাংলা তাদের কে  সহজেই খুজে পাব এবং তাদের লেখা গুলো পড়তে পারব। কিন্তু আমার মত যাদের প্রোফাইল নেম ইংরেজি এবং স্ট্যাটাস দেন বাংলায় তাদের খুজে পাওয়া একটু কষ্টকর। যারা বাংলায় স্ট্যাটাস দেন তাদের কে চিনে রাখতে চাই। আশা করি তারা সারা দেবেন। আসুন সবাই মিলে একটি সুন্দর বাংলা ফেসবুক কমিউনিটি গড়ে তুলি।
এই পোস্টের ফেসবুক লিঙ্ক

শনিবার, ১৫ জুন, ২০১৩

আবাল

ওরে আমারে ধর| moni meherpur kushtia moni নামে এক আবুল স্ট্যাটাস দিছে “ফ্রেন্ডস প্লিজ আমাকে রিকুয়েস্ট পাঠাও| আমার গার্লফ্রেন্ডের ফাদার বলেছে আমি যদি ৭ দিনের ভিতর ফেসবুকে ১০০০ ফ্রেন্ড বানাতে না পারি তবে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেনা| প্লিজ আমাকে রিকুয়েস্ট পাঠিয়ে আমাকে বিয়ে করতে হেল্প কর|” একটা কমেন্ট বসিয়ে আসলাম
“গাঁজার দাম কি কমে গেছে?” আমি বুঝিনা এইসব মফিজ টাকলা কইত্তে আসে| হাত নিশপিশ করছে
এই পোস্টের ফেসবুক লিঙ্ক

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

ফ্রেন্ড রিকুয়েস্ট

প্রথম দৃশ্য
সিরিয়াল কিলার লাইকস ইওর স্ট্যাটাস|
সিরিয়াল কিলার লাইকস ইওর ফটো|
সিরিয়াল কিলার ফলোওস ইউ|
সিরিয়াল কিলার ওয়ান্টস টু বি ইওর ফ্রেন্ড|
কিলার মামু, সিরিয়ালে কি এইবার
আমি? ক্যান আমার পিলার
ধইরা নাড়াচাড়া করতেছেন?
আমি তো ভয় খাইছি
দ্বিতীয় দৃশ্য
অশুভ আত্মা ওয়ান্টস টু বি ইওর ফ্রেন্ড|
এরে কি বাইন্দা কবরে ঢুকাইয়া দিমু?
নাকি মুন্নি সাহার লগে বিয়া দিমু? সব
কয়ডা অলক্ষুনে আইছে আমার কাছে|
এই পোস্টের ফেসবুক লিঙ্ক